Home Featured Arvind Kejriwal: ‘জনগণ বিজেপির নোংরা রাজনীতিকে হারিয়েছে’, উপনির্বাচনে দলের জয়ে আনন্দিত কেজরিওয়াল 

Arvind Kejriwal: ‘জনগণ বিজেপির নোংরা রাজনীতিকে হারিয়েছে’, উপনির্বাচনে দলের জয়ে আনন্দিত কেজরিওয়াল 

by Anamika Nandi
Arvind Kejriwal: 'জনগণ বিজেপির নোংরা রাজনীতিকে হারিয়েছে', উপনির্বাচনে দলের জয়ে আনন্দিত কেজরিওয়াল 

মহানগর ডেস্ক: দিল্লির রাজিন্দর নগর বিধানসভা উপনির্বাচনে জিতেছে আপ (AAP)। তারপর রবিবার সেখানকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেইসঙ্গে বলেছেন, “লোকেরা গেরুয়া শিবিরের নোংরা রাজনীতিকে পরাজিত করেছে”। এদিন উপনির্বাচনে তাঁর দলের প্রার্থী দুর্গেশ পাঠক বিজেপির রাজেশ ভাটিয়াকে ১১ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন। আর সেই জয়কেই বিজেপির ‘নোংরা রাজনীতি’-র হার বলে, জানিয়েছেন কেজরিওয়াল।

প্রসঙ্গে টুইট করে রাজধানীবাসীর অপরিসীম স্নেহ ও ভালবাসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আপ প্রধান। তাঁর বক্তব্য, ‘আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। এখন জনগণ তাদের নোংরা রাজনীতিকে পরাজিত করে, আমাদের ভালো কাজের প্রশংসা করেছে। ধন্যবাদ দিল্লি’‌। নাম না নিয়ে বিজেপির দিকে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্য নির্বাচনী কর্মকর্তা রণবীর সিং বলেছেন, ‘১৬ রাউন্ডের গননা সম্পন্ন হয়েছে। আপ প্রার্থী প্রতিদ্বন্দ্বী রাজেশ ভাটিয়াকে ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন’। এই খবর প্রকাশ্যে আসতেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অভিনন্দন জানিয়েছেন দুর্গেশ পাঠককে।

আরও পড়ুন: ‘জনতার সঙ্গে তৃণমূল ছিল-আছে, তেইশে ফের নেতৃত্ব দেব’, ত্রিপুরার ফলাফল প্রসঙ্গে কুণাল

তাঁর কথায়, ‘আমার প্রিয় ভাই দুর্গেশ পাঠককে রাজিন্দর নগর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন। জয়ের জন্য আপের সমস্ত কর্মীদের শুভেচ্ছা। দিল্লির মানুষের হৃদয়ে বাস করেন অরবিন্দজি’। তথ্য অনুযায়ী, আপ প্রার্থী ৪০ হাজার ৩১৯টি ভোট পেয়েছেন। অন্যদিকে রাজেশ ভাটিয়া মাত্র ২৮ হাজার ৮৫১টি ভোট হাসিল করেছেন। এই বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২৩ জুন। মূল লড়াই আম আদমি পার্টির সঙ্গে বিজেপির ছিল। রবিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল সামনে আসতেই উল্লাসে মেতে উঠেছে আপের কর্মী-সমর্থকরা।

You may also like