Home Featured Monkeypox : আতঙ্কে মানুষ, কেরলে ফের মাঙ্কিপক্সে আক্রান্ত ১ যুবক

Monkeypox : আতঙ্কে মানুষ, কেরলে ফের মাঙ্কিপক্সে আক্রান্ত ১ যুবক

by Anamika Nandi
Monkeypox : আতঙ্কে মানুষ, কেরলে ফের মাঙ্কিপক্সে আক্রান্ত ১ যুবক

মহানগর ডেস্ক: দিন দিন বাড়ছে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা। নতুন করে কেরলে (Kerala) আরও একজনের শরীরে মাঙ্কিপক্সের হদিশ মিলেছে। এই নিয়ে শুধুমাত্র কেরলেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫-এ। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭। গতকালই রাজধানীতে এক নাইজেরিয়ানের শরীরে এই ভাইরাস মিলেছে। একদিকে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, অন্যদিকে বেড়ে চলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। চিন্তায় চিকিৎসক মহল।

প্রসঙ্গে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ৩০ বছরের এক যুবকের শরীরে মিলেছে এই ভাইরাসের চিহ্ন। গত ২৭ জুলাই সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ওই যুবক। জানা গিয়েছে, কোঝিকোড় এয়ারপোর্টে তাঁকে পরীক্ষাও করা হয়। এই মুহূর্তে মালাপ্পুরমে চিকিৎসা চলছে ওই যুবকের। এমনিতে দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছিল কেরলেই।

সেই ব্যক্তিও বিদেশ থেকেই এসেছিলেন। এরপর একে একে ওই রাজ্যে ধরা পরেছে আরও চারটি কেস। এর মাঝে UAE ফেরত মাঙ্কিপক্সে আক্রান্ত তরুণের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। যে সকল মানুষ ওই তরুণের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে তাঁর পরিবার হাই রিস্ক ক্যাটাগরিতে রয়েছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মাঙ্কিপক্সেই মৃত্যু হয়েছে যুবকের। দশ দিন আগেই আরব আমিরশাহী থেকে তিনি এসেছিলেন। যদিওবা সেই তথ্য গোপন করে গিয়েছিলেন তিনি। এরপর তাঁর শরীরে একাধিক উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি করতে হয় এবং ওই যুবকের নমুনা পাঠানোর পর টেস্ট রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নড়েচড়ে বসেছে চিকিৎসক মহল। ইতিমধ্যেই সরকার এই ভাইরাস মোকাবিলায় নতুন টাস্ক ফোর্স গঠন করেছে। আগেই এই ভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রক।

You may also like