Home Featured PM Modi: ‘দেশের সেই ‘কালো দিন’ মানুষের ভোলা উচিত নয়’, ‘জরুরি অবস্থা’ নিয়ে মন্তব্য মোদির

PM Modi: ‘দেশের সেই ‘কালো দিন’ মানুষের ভোলা উচিত নয়’, ‘জরুরি অবস্থা’ নিয়ে মন্তব্য মোদির

by Anamika Nandi
PM Modi: 'দেশের সেই 'কালো দিন' মানুষের ভোলা উচিত নয়', 'জরুরি অবস্থা' নিয়ে মন্তব্য মোদির

মহানগর ডেস্ক: রবিবার মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানে ‘জরুরি অবস্থা’র ৪৭ তম বর্ষপূর্তি উপলক্ষে আরও একবার সেই কালো অধ্যায়ের কথা বলেছেন মোদি (Narendra Modi)। ফের ১৯৭৫-এর সেই দিনগুলির কথা সকলকে মনে করিয়েছেন নমো। প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘জরুরি অবস্থার সময় নাগরিকদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এর মধ্যে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত ব্যক্তিস্বাধীনতার মতো বিষয়ও রয়েছে। দেশের সেই অন্ধকার অধ্যায় কোনও মানুষের ভোলা উচিত নয়’।

আজ এই রেডিও অনুষ্ঠানের ৯০তম পর্বে মহাকাশ খাতে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেছেন মোদি। তাঁর কথায়, গত কয়েক বছরে আমাদের দেশে মহাকাশ খাতে অনেক বড় রকমের কাজ হয়েছে। দেশের এই অর্জনগুলির মধ্যে একটি হল ‘ইন স্পেস’ নামে একটি সংস্থা তৈরি করা। এই মুহূর্তে জি৭ সম্মেলনে যোগ দিতে জার্মানিতে রয়েছেন মোদি। মিউনিখে পৌঁছালে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয়।

আরও পড়ুন: পুলিশের সামনেই চলছে ছাপ্পা ভোট, দমদমে তৃণমূল-সিপিএম তরজা

এদিন মন কি বাতে নতুন স্টার্ট আপের সংখ্যা বাড়ার কথাও বলেছেন তিনি। কয়েক বছর আগে পর্যন্ত যে দেশে কেউ স্টার্ট আপের কথা ভাবেওনি, আজ তার সংখ্যা দাঁড়িয়েছে ১০০-র কাছাকাছি। পাশাপাশি অনুষ্ঠানে খেলো ইন্ডিয়া যুব গেমসে নতুন রেকর্ড তৈরি করা ভারতীয় ক্রীড়াবিদদের প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, তাদের অনেকেই সাধারণ পরিবার থেকে এসেছেন এবং জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছেন। অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি। তবে এই সমস্ত বক্তব্যের মাঝে, ৪৭ বছর আগে দেশে যে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তা নিয়ে আলোচনা করতে ভোলেন নি নমো।

প্রসঙ্গত, সেই সময় নির্বাচনে অসদুপায় অবলম্বনের অভিযোগে এলাহাবাদ হাইকোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন গান্ধী এবং ছয় বছরের জন্য তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপরই জরুরি অবস্থা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ওই সময় সাংবিধানিক অধিকার এবং নাগরিক স্বাধীনতাও স্থগিত হয়েছিল। কঠোরভাবে সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা শুরু হয়। বরাবর ভারতীয় জনতা পার্টি জরুরি অবস্থার বর্ষপূর্তির দিনগুলিকে ‘কালো দিন’ হিসেবে পালন করে এসেছে।

You may also like