মহানগর ডেস্ক: অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে উত্তাল গোটা দেশ। এর মাঝে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বিএসপি প্রধান মায়াবতী (Mayawati)। তাঁর বক্তব্য, মোদি নেতৃত্বাধীন সরকারের এই প্রকল্পের কারণে দেশের তরুণরা হতাশ হয়ে পড়ছে। তাঁর কথায়, জনগণ অগ্নিপথ প্রকল্প ও বুলডোজারের মতো পদক্ষেপ নিয়ে অহংকারী বিজেপিকে শিক্ষা দিতে পারে। সেইসঙ্গে সমাজবাদী পার্টিকেও একহাত নিয়েছেন তিনি।
প্রসঙ্গে মায়াবতী বলেছেন, বিজেপি ও সমাজবাদী পার্টি একই কয়েনের এপিঠ আর ওপিঠ। গত বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির গভীর ষড়যন্ত্রের কারণে বিজেপি আবার ক্ষমতায় এসেছে। তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনে হিন্দু-মুসলিম রঙ দেওয়ার ফলে গেরুয়া শিবির ক্ষমতায় ফিরেছে। ইউপির আজমগড় আসনে উপনির্বাচন রয়েছে। শাহ আলমকে মাঠে নামিয়েছে বহুজন সমাজ পার্টি। এদিকে দলের প্রধান বলেছেন, ‘আলমই দলের একমাত্র প্রার্থী যিনি জনগণের মধ্যে থাকেন।
আরও পড়ুন: জামতারা গ্যাংয়ের মূল পান্ডা সহ গ্রেফতার ৪
আজমগড় এবং রামপুরের দুটি লোকসভা আসনে নির্বাচন ২৩ জুন অনুষ্ঠিত হবে। সমাজবাদী পার্টি থেকে ধর্মেন্দ্র যাদব এবং বিজেপি থেকে দীনেশ লাল যাদব প্রতিদ্বন্দিতা করবেন। মোদি সরকারের ‘অগ্নিপথ প্রকল্প’-এর বিরোধীতা করেছেন মায়াবতী। তিনি বলেছেন, কেন্দ্রের নতুন সামরিক নিয়োগ প্রকল্প দেশের যুবকদের হতাশার কারণ হয়ে উঠেছে। মুষ্টিমেয়দের বাদ দিয়ে দেশে জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্য, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে।