মহানগর ডেস্ক: বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) জানিয়েছে, পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে বার্ষিক ৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে সরকারকে। ক্ষমতায় এসেই জ্বালানির (Petrol Price) দাম কমিয়ে দিল শিণ্ডে সরকার।
বিগত কয়েক দিন ধরে জ্বালানির মূল্যবৃদ্ধিতে যন্ত্রণা বেড়েছিল সাধারণ মানুষের। এবার সেখান থেকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের নয়া সরকার। তবে বিশেষজ্ঞদের অনুমান, রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে। সম্প্রতি উদ্ধব সরকারকে ফেলে দিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছেন শিণ্ডে। এরপরই পেট্রোল-ডিজেলের দাম কমল সেখানে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শিবসেনা ও বিজেপি সরকার সাধারণ মানুষের কল্যাণ করতে চায়, তাই এই পদক্ষেপ”। নয়া নির্দেশিকা অনুযায়ী মহারাষ্ট্রে প্রতি লিটার পেট্রোলের দাম হবে ১০৬ টাকা এবং ডিজেলের দাম হবে ৯৪ টাকা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিণ্ডে বলেছেন, ‘প্রধানমন্ত্রী আগেই জ্বালানির দাম কমিয়েছিলেন। রাজ্য সরকারকেও দাম কমাতে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই কথা কানে তোলেনি মহা বিকাশ আঘাদি সরকার। তবে আমরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছি। তারপরই পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছি’। তবে মনে করা হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবেই জ্বালানির দাম কমানো হয়েছে। এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় টানা ১০০ দিন দাম বাড়ানো হয়নি পেট্রোপণ্যের। তাই ক্ষমতায় এসেই বৃহস্পতিবার শিণ্ডে সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের মন জয় করতে করা হয়েছে, বলে অনুমান অনেকের।