মহানগর ডেস্ক : বলিউডে হরর কমেডির সংখ্যা নেহাত কম নয়। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া ২। সেই ছবির সাফল্য এতটাই যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চূড়ান্ত সফল। এর আগে ভুলভুলাইয়াও হরের কমেডি হিসেবে অন্যতম। সম্প্রতি মুক্তি পেল ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ফোন ভুত। তবে হরর কমেডি ঘরানার এই ছবিতে না রয়েছে হরর না রয়েছে কমেডি।
সোজা কোথায় একেবারে জগা খিচুড়ি অবস্থা এই ছবির। ছবির একমাত্র উপাদান ক্যাটরিনা কাইফ। যিনি নিজের ঘাড়ে পুরো ছবির দায়িত্ব নিয়ে নিয়েছেন। বক্স অফিসের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে দেশজুড়ে ১৪০০টি হলে মুক্তি পেয়েও এই ছবিগুলো লক্ষ্মীলাভ দু কোটি।
গুরমিত সিং পরিচালিত এই ছবি একেবারে খুশি করতে পারেনি দর্শককে। বরং টিকিট বিক্রি হয়েছে মাত্র দশ শতাংশ। প্রায় একই অবস্থা একসঙ্গে মুক্তি পাওয়া জাহ্নবী কাপুরের মিলি এবং হুমা কুরেশি- সোনাক্ষী সিনহার ডাবল এক্সেলের। দুটি ছবির কোনটাই এক কোটির ঘরে ঢুকতে পারেনি। সেদিক থেকে ফোন ভূত কিছুটা এগিয়ে।