মহানগর ডেস্ক: এবার মহাকাশ যানে (Space Shuttle) চড়ে মহাকাশ অভিযানে অংশ নেবেন বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোশ্চর (Physically Disabled Astronaut)। বুধবার ইউরোপিয়ান স্পেস এজেন্সি (European Space Agency) বিশ্বে প্রথম প্রতিবন্ধী নভোশ্চরের নাম ঘোষণা করেছে। এই প্রথম এমন ধরণের নভোশ্চরকে মহাকাশে পাঠাচ্ছে তারা। বাইশটি দেশের ওই এজেন্সি জানিয়েছে হিসেবে ব্রিটেনের প্যারাঅলিম্পিক স্প্রিন্টার জন ম্যাকফলকে ভবিষ্যতের মহাকাশ অভিযানগুলিতে পাঠানোর প্রস্তুতি হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী দিনে মহাকাশ অভিযানগুলিতে অংশ নিতে শারীরিক প্রতিবন্ধী নভোশ্চরদের ক্ষমতা খতিয়ে দেখতে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, তাতে ম্যাকফলকে সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
প্রসঙ্গত, নতুন একদল নভোশ্চরকে নির্বাচিত করার জন্য ২০০৯ সাল থেকে মোট বৈধ বাইশ হাজার পাঁচশো আবেদন জমা পড়েছিল। সেখান থেকে ঝাড়াই বাছাই করে একদল নভোশ্চরের নাম ঘোষণা করা হয়। সেসময়ই শারীরিক প্রতিবন্ধী ম্যাকফলকে নির্বাচিত করা হয়। গত বছর ইউরোপিয়ান এজেন্সি মহাকাশ অভিযানে যাওয়ার জন্য কঠোর মনস্তাত্ত্বিক ও অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পুরোপুরি সক্ষম অথচ তারা শারীরিকভাবে প্রতিবন্দ্বী,তাঁদের কাছে আবেদন চাওয়া হয়। স্পেস এজেন্সি এ ব্যাপারে ২৫৭টি আবেদন পায়। তাঁদের মধ্যে জায়গা পান। তিনি ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজ করবে বলে জানা গিয়েছে। মহাকাশ অভিযানের ইতিহাসে এই ঘটনা উল্লেখযোগ্য নজির হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে যতজনই মহাকাশ অভিযানে গিয়েছেন, তাঁদের কোনও শারীরিক প্রতিবন্ধকতা ছিল না। এবার সেই ধারণায় বড়সড় আঘাত হেনে অভিযানে যাবেন ব্রিটিশ প্যারা অলিম্পিয়ান ম্যাকফল।