Home Featured Plane Engines Caught Fire : বিমান ওড়ার পরমুহূর্তেই আগুন ধরল ইঞ্জিনে, অল্পের জন্য রক্ষা

Plane Engines Caught Fire : বিমান ওড়ার পরমুহূর্তেই আগুন ধরল ইঞ্জিনে, অল্পের জন্য রক্ষা

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: রানওয়ে থেকে ওড়ার পরমুহূর্তেই ইঞ্জিনে ( Plane Engines Caught Fire) আগুন লাগল বিমানে। তারপরই আকাশে না উড়ে বিমান ফের নামল রানওয়েতে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমান (IndiGo aircraft) । সমস্ত যাত্রী ও বিমানকর্মীরা নিরাপদে রয়েছেন বলে বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাত পোনে দশটা নাগাদ ইন্ডিগো বিমানটি দিল্লি বিমানবন্দর থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য রানওয়ে থেকে ওড়ে। কিন্তু সেইসময়ই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানটি ফের রানওয়েতে নামলেও সমস্ত যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমান থেকে নামানো সম্ভব হয়নি।

রাত এগারোটার পর সমস্ত যাত্রী ও বিমানকর্মীদের বিমান থেকে নামানো সম্ভব হয়। তারপর মাঝরাতে তাঁদের বেঙ্গালুরুগামী অন্য একটি বিমানে তুলে দেওয়া হয়। প্রিয়াঙ্কা কুমার নামে এক বিমানযাত্রী টুইটারে আগুন লাগার ছবি পোস্ট করেন। ভিডিওয় দেখা গিয়েছে ইঞ্জিনে আগুন লেগেছে। আগুনের ফুলকি দেখা যাচ্ছে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে বিমান ওড়ার পরমুহূর্তে ইঞ্জিনে আগুন লেগেছে। জানা গিয়েছে বিমানচালক সঙ্গেসঙ্গে আগুন নেভানোর যন্ত্র বের করে ডান দিকের ইঞ্জিনে আগুন নেভানোর ব্যবস্থা করেননি। প্রিয়ঙ্ক কুমার সংবাদমাধ্যমকে ফোনে জানান বিমান রানওয়ে থেকে পাঁচ থেকে সাত সেকেন্ডও হয়নি। হঠাৎ তিনি দেখতে পান ডানা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে।

তারপরই বেশ বড়় রকমের আগুন দেখা যায়। বিমানটিকে ফের নামিয়ে আনেন বিমানচালক। তিনি সমস্ত যাত্রীকে জানান ইঞ্জিনে গোলমাল ধরা পড়েছে। রাত এগারোটা নাগাদ প্রিয়ঙ্ককুমার জানান তাঁরা বিমানেই রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিমানটিকে পার্কিং বে-তে নিয়ে আসা হয়েছে। ইন্ডিগো তাঁদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করেছে। আগুন লাগার ঘটনায় প্রথমে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে বিমানকর্মীরা সবাইকে আশ্বস্ত করেন। বিমানে অনেক বয়স্ক মানুষ ছিলেন। বেশ কিছু শিশুও ছিল। প্রত্যেকেই নিরাপদ বলে জানান ওই বিমানযাত্রী।
.

You may also like