মহানগর ডেস্ক: লক্ষ্য ২০২৪। আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রের শাসক দল। আগামী বছর তেলেঙ্গানায় রয়েছে বিধানসভা নির্বাচন। শনিবার অর্থাৎ আজ হায়দরাবাদে (Hyderabad) দু’দিনের কর্মসমিতির বৈঠকে বসছে বিজেপি (BJP)। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও আরও নেতৃত্বরা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গিয়েছে হায়দরাবাদ।
একদিকে আজই তেলেঙ্গানায় পা রাখছেন প্রধানমন্ত্রী। কিন্তু সূত্র অনুযায়ী, তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারবেন না কে চন্দ্রশেখর রাও। দেশের উত্তরভাগ দখলে থাকলেও বেশ কয়েকটি দক্ষিণী রাজ্য এখনও গেরুয়া শিবিরের নাগালের বাইরে। ২০২৪-এর লোকসভার আগে কেন্দ্রের শাসক দলের লক্ষ্য সেই রাজ্যগুলিকে দখল করা। সেই কারণে দক্ষিণী রাজ্যকে নিশানা করেছে বিজেপি। আজ বৈঠকে আলোচনা হবে নানা বিষয় নিয়ে। ইতিমধ্যেই হায়দরাবাদ পৌঁছে গিয়েছেন একাধিক শীর্ষ নেতৃত্ব। গতকালই সেখানে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছেন জেপি নাড্ডা।
আরও পড়ুন: ট্রাক্টরে বিজেপি বিধায়ক, ‘মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিলাম’, কী করে দেখালেন?
তারপর রোড-শোয়ের আয়োজন করা হয়েছিল। টুইট করে তিনি বলেন, ‘হায়দরাবাদে রোড-শোয়ের নেতৃত্ব দিতে পারা, গর্বের বিষয়। কারণ এই রোড-শো আমায় শহরের মানুষজনের সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছে। যে পরিমাণ ভালবাসা ও স্নেহ পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না’। জানা গিয়েছে, আজ সেখানে পৌঁছে নভোটেল হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হায়দরাবাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যাবেন তিনি। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বৈঠক। সেখানে প্রায় ৩৬০ জন জাতীয় এক্সিকিউটিভ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। রবিবার ফের সকাল ১০টা থেকে বৈঠক শুরু হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বিগত পাঁচ মাসে এই নিয়ে তৃতীয়বার নিজাম শহরে সফরে যাচ্ছেন নমো।