Home Featured PM Modi: মাটি থেকে আবর্জনা কুড়াচ্ছেন মোদি! ভাইরাল ভিডিও

PM Modi: মাটি থেকে আবর্জনা কুড়াচ্ছেন মোদি! ভাইরাল ভিডিও

by Anamika Nandi
PM Modi: মাটি থেকে আবর্জনা কুড়াচ্ছেন মোদি! ভাইরাল ভিডিও

মহানগর ডেস্ক: দেশের দায়িত্বভার গ্রহণের পর ২০১৪ সালে স্বচ্ছ ভারত মিশনের (Swachh Bharat Mission) সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পরবর্তীতে এটিকে গণ আন্দোলনে পরিণত করতে চেয়েছিলেন তিনি। বারবারই এই বিষয়ে সোচ্চার হয়েছেন নমো। রবিবার রাজধানীতে নিজেই এবার আবর্জনা সাফাইয়ের কাজে হাত লাগাতেন মোদি। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

এদিন দিল্লির প্রগতি ময়দান এলাকায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর-এর অধীনে নির্মিত আইটিপিও(ITPO) ভূগর্ভস্থ পথ পরিদর্শন করেন নমো। তখনই তাঁকে আবর্জনা পরিস্কার করতে দেখা গিয়েছে। পিএমও-র টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে ভূগর্ভস্থ পথে হাঁটতে হাঁটতে আবর্জনা সংগ্রহ করতে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। ফুটপাতে ও রাস্তায় পরে থাকা বেশ কিছু ছোটও প্যাকেট ও খালি জলের বোতল নিজেই কুড়াছিলেন তিনি। নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই মুহূর্তের ভিডিও।

এত বড় মাপের একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এই ধরনের কাজ করতে দেখে অবাক হয়েছেন আম জনতা। সোশ্যাল মিডিয়াতে এমনিতেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। এদিন তাঁর ভাইরাল হওয়া ভিডিওতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেন্দ্রীয় সূত্রে, ধীরে ধীরে দেশের প্রতিটি রাজ্যে ‘স্বচ্ছ ভারত প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি পরিচ্ছন্নতার দিক থেকে শীর্ষে রয়েছে।

আরও পড়ুন: শিক্ষার পর ট্যাক্সেশন ট্রাইব্যুনালে নিয়োগের অধিকার পদ থেকে সরানো হতে পারে রাজ্যপালকে

এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল গ্রামীণ এলাকায় উন্মুক্ত শৌচকর্ম দূর করা। জানা গিয়েছে, পরিবারের মালিকানাধীন এবং সম্প্রদায়ের মালিকানাধীন শৌচালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। সম্প্রতি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, মোদি সরকারের কারণেই গ্রামেগঞ্জে মহিলারা সুরক্ষিত রয়েছেন। কমেছে ধর্ষণের সংখ্যা। এদিকে মোদির আবর্জনা পরিষ্কারের ভিডিও নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের বক্তব্য, সবটাই নাটক। ভোটের জন্য সবই করতে পারেন নমো।

You may also like