Home Entertainment PM Modi on Big B birthday : বিগ-বির জন্মদিনে অভিনব শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

PM Modi on Big B birthday : বিগ-বির জন্মদিনে অভিনব শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

by Oindrila Chakraborty
PM Modi on Big B birthday : বিগ-বির জন্মদিনে অভিনব শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মহানগর ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনব কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চনকে। দেখতে দেখতে আজ ৮০ বছরে পা দিলেন বিগ বি। স্বাভাবিকভাবেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মাধ্যম। দেশের বিদেশের অগণিত ভক্তরা কোটি কোটি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন জন্মদিনের। তাদের মধ্যে অন্যতম ভক্ত নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চনকে।

এদিন টুইটারে নরেন্দ্র মোদি লেখেন,’ ৮০তম জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আমিতাভ বচ্চন জি, ভারতের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব বিনোদন জগতে। যিনি অসংখ্য প্রজন্মের আইডল। আপনার পথ আরও সুন্দর এবং সুস্থ হোক আগামী দিনে’।

আজ ১১ অক্টোবর ৮০ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবেই সকাল থেকে তার সোশ্যাল মাধ্যম ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। এমনকি তার জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতিতেও থাকছে আজকের দিনের জন্য বিশেষ চমক। ইতিমধ্যে তার ঝলক সামনে এনেছে সোনি টিভি।

You may also like