মহানগর ডেস্ক: ২৬ ও ২৭ জুন জি৭ শীর্ষ সম্মেলনের জন্য জার্মানিতে (Germany) যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৈঠকে খাদ্য, নিরাপত্তা, সন্ত্রাস দমন সহ আরও নানা বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। তার আগে শনিবার নিজের সফরসূচী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নমো। জি৭ বৈঠকে হাজির থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যেই এক ছাদের তলায় আসছে আর্জেন্টিনা ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে পয়গম্বর বিতর্কের পর এই প্রথম কোনও মুসলিম দেশে সফর করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, মহম্মদ বিতর্ক নিয়ে ভারতের অবস্থান সকলের কাছেই স্পষ্ট। তাই নরেন্দ্র মোদির এই সফরে তার কোনও প্রভাব পড়বে না। এদিকে মোদি বলেছেন, বৈঠকের জন্য দক্ষিণ জার্মানির শ্লোস এলমাউ পরিদর্শন করবেন। সেইসঙ্গে চ্যান্সেলরের সঙ্গে ফের দেখা করার আনন্দ প্রকাশ করেছেন নমো।
মূলত জার্মান চ্যান্সেলরের আমন্ত্রণে জি৭ বৈঠকে যোগ দিচ্ছেন মোদি। জার্মানি নিজের সামর্থ্য অনুযায়ী সম্মেলনের আয়োজন করেছে। বৈঠকের সময় ইউক্রেন সংকটের দিকে মনোনিবেশ করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে খাদ্য ও জ্বালানি সংকটের কথা হবে বলে, ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভারতীয় প্রবাসী সদস্যদের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। তাঁর কথায়, জার্মানিতে থাকাকালীন ইউরোপ জুড়ে ভারতীয় প্রবাসী সদস্যদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। শনিবার রাতেই জার্মানির উদ্দেশে রওনা দেবেন মোদি।
সেইসঙ্গে ভারতে আসার সময় যাত্রাবিরতি নেবেন আবু ধাবিতে। ২৮ জুন আবু ধাবির প্রাক্তন রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোক জানাতে সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত হবেন তিনি।