মহানগর ডেস্ক: দিন দিন হিংস্র হয়ে উঠছে মানুষজন। দেশের পরিস্থিতি আরও খারাপ বই ভালো হচ্ছে না। আবহাওয়া এতটাই খারাপ হয়ে উঠেছে যে, অবশেষে পুলিশ মারধর করছে ট্রেনের টিকিট চেকারকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ( Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাতজোড় করে কেঁদে ভাসিয়েছেন টিটিই (TTE) দীনেশ কুমার সিং। ঘটনাটি ঘটেছে বুধবার। অভিযোগ উঠেছে ভাগলপুর-দানাপুর (Bhagalpur-Danapur) ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীরা মারধর করেছেন ট্রেনের টিকিট চেকারকে। তবে সেই যাত্রী পেশায় পুলিশ।
এদিন ট্রেনের এসি বগিতে টিকিট চেকিং-এর সময় পুলিশের হাতে বেধড়ক মার খেতে হয় টিটিই দীনেশ কুমার সিংকে। তিনি বলেছেন, পুলিশকে টিকিটের বিষয়ে জিজ্ঞাসা করতেই তাঁকে মারধর শুরু হয়। সূত্র অনুযায়ী, ওই টিকিট চেকার সুনীল কুমার নামে এক ব্যক্তির কাছ থেকে টিকিট চাইলে গালাগালি শোনেন। পরে ট্রেনটি বখতিয়ারপুর স্টেশনে পৌঁছালে আরও বেশ কয়েকজন পুলিশ সেখানে আসে এবং লাথি-ঘুসি মারে। তিনি অনুযোগ করে জানিয়েছেন, ট্রেনে থাকা কোনও যাত্রী তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
আরও পড়ুন: ‘ দিলীপকে নিঃশর্তে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে’, রাজভবনে দাবি তৃণমূলের প্রতিনিধি দলের
তাঁর অভিযোগ, এসি বগিতে উঠেছিলেন কিছু পুলিশ কর্মী। তাঁদের সিট না না থাকলেও, তাঁরা বসে যাচ্ছিলেন। তাঁদেরকে উঠে যেতে বললেই গালাগালি শুরু করেন। এরপর শুরু হয় মারধর। এক মহিলা যাত্রীর পায়ে ধরলে সেই সময় তিনি তাঁকে রক্ষা করেন। জানা গিয়েছে, ভুক্তভোগী ওই টিটিই রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রায় সময়ই সাধারণ মানুষ টিটিইর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে থাকে। আজ সেই টিটিই পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে।