মহানগর ডেস্ক : নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের চড়িয়ালে চড়িয়াল ব্রিজ উদ্বোধন করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “৩৪ বছরে চড়িয়াল খালের কোনও সুব্যবস্থা হয়নি। ২০১৪ সালের নির্বাচনের প্রচারে যখন আসি, তখন জল কল নিয়ে সমস্যা তো ছিলই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল চড়িয়াল। অশোক দা (অশোক দেব) বলেছিলেন, কেউ করতে পারেননি, তুমি করতে পারলে দেখব। আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। শুধু ইট পেতে ঘটা করে শিলান্যাস করা নয়, আমরা কাজ করে দেখাই।”
অভিষেক সোমবার এই অনুষ্ঠানে বলেন, “নরেন্দ্র মোদি থেকে শুরু করে সারা দেশের সব সাংসদদের বলছি, আমার ডায়মন্ড হারবার কেন্দ্র মডেল, মুখে নয় খাতায় কলমে। ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার কাজ ১০ বছরে করেছি। মানে এক বছরে ৫৫৮ কোটি টাকার কাজ করেছি, প্রতি মাসে ৪৬ কোটি টাকার কাজ করেছি। রোজ ১ কোটি ৫৫ লক্ষ টাকার কাজ হয়েছে। প্রতি ঘণ্টায় ৬ লক্ষ ৫৫ হাজার টাকার কাজ হয়েছে। ১ মিনিটে ১০ হাজার ৮০০ টাকার কাজ হয়েছে। ১ সেকেন্ডে ১৮০ টাকার কাজ হয়েছে ১০ বছর ধরে। ভারতে যদি কেউ করে থাকতে পারেন, যদি কেউ প্রমাণ করতে পারেন আমার থেকে বেশি কাজ করেছে, প্রমাণ করতে পারে, আমার মতো, আমি তো খতিয়ান দিয়েছি, কোথায় কত টাকা খরচ করেছি, অন্য কেউ সেই প্রমাণ দিক, প্রমাণ করুক আমার থেকে বেশি কাজ করেছে, তাহলে রাজনীতির আঙিনায় আমি আর পা রাখব না।”
এদিন অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দেন, নরেন্দ্র মোদীর সরকার নিয়ে নেয়। এই রাজ্য থেকে সব নিয়ে যায়, কিছু কেন্দ্র দেয় না। কেন্দ্রের বিজেপি সরকার মনে করছে এটা তাদের জমিদারি। কেন্দ্রের জমিদারির অবসান ঘটাব। কথায় কথায় সেন্ট্রাল টিম, রেড, আমাদের ওপর রাগ থাকতেই পারে, কিন্তু মানুষের টাকা আটকালে চলবে না। তাহলে মানুষ জবাব দেবে। তুমি যত ইচ্ছে রেড করো কিন্তু রাজ্যের প্রাপ্য আটকাতে পারো না।”