Home Bengal গ্রেফতারির ৮ দিন পর মুখ খুললেন শাহজাহান, যা যা বললেন…

গ্রেফতারির ৮ দিন পর মুখ খুললেন শাহজাহান, যা যা বললেন…

by Shreya Maji
294 views

মহানগর ডেস্ক:  সন্দেশখালি কাণ্ডের ৫৫ দিন পর গ্রেফতার করা হয় বেতাজ বাদশা শেখ শাহজাহানকে। এত দিন ধরে কোথায় লুকিয়ে  ছিলেন সেই প্রশ্নের উত্তর জান্তেই মরিয়া এখন সকলে। গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জখন গ্রেফতার করা হয় সেই সময়ে তাঁর মধ্যে অনুসূচনার কোনও চিহ্নই দেখা যায়নি। বর্তমানে তিনি সিবিআই-এর হেফাজতে। গ্রেফতারির পর এই  প্রথম মুখ খুললেন সন্দেশখালি বাঘ। কি বললেন তিনি?

আজ শুক্রবার নিজাম প্যালেস থেকে শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করা হয়।  হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময়েই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন তিনি এতদিন কোথায় লুকিয়ে ছিলেন? এবং তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে এবং   যাবতীয় অভিযোগ সত্যি কিনা। সেই প্রশ্নের উত্তরেই শাহজাহান বলেন,  ‘সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে।”

 জানিয়ে রাখা ভাল, হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের কাছ থেকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। তাঁকে রাখা হয়েছে নিজাম প্যালেসে।  শাহজাহানকে সন্দেশখালির ঘটনা নিয়ে জেরা করছে তদন্তকারি আধিকারিকরা। কিভাবে ঘটল ঘটনা, কেনই বা হামলা করা হল প্রশ্নই করা হচ্ছে। যেদিন নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে  সেদিন রাতেও ২ ঘণ্টা জেরা করা হয়। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে।

You may also like