Home Politics বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত মণ্ডলকে 

বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত মণ্ডলকে 

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক: অনুব্রত মণ্ডল আর বীরভূমের জেলা সভাপতি নন। ৯ সদস্যের কোর কমিটি এবার থেকে ‘সরকারিভাবে’ বীরভূম জেলার সংগঠন দেখবে। ঘাসফুল শিবির তাহলে কি গরুপাচার মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রতকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করল?এখন সেই প্রশ্ন জেলাজুড়ে।

অন্যদিকে, আশিস বন্দ্যোপাধ্যায় জেলার তৃণমূল চেয়ারপার্সন পদে রইলেন। তিনি দলকে ঘোষণার পরই ধন্যবাদ জানিয়েছেন।তিনি জানিয়েছেন, “এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ।” তবে তিনি কোনও মন্তব্য করেননি জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডলের নাম না থাকা নিয়ে।কোনও প্রতিক্রিয়াও দেওয়া হয়নি কোর কমিটির কোনও সদস্যের তরফে।

লোকসভা ভোট হবে বছর ঘুরলেই।ওয়াকিবহাল মহল,তার আগে অনুব্রতর জেল থেকে বেরনোর আশা খুবই ক্ষীণ বলে মনে করছে।ঘাসফুল শিবির এবার বীরভূমে লোকসভা ভোটে অনুব্রতকে ছাড়াই লড়বে সেই ‘ভবিষ্যদ্বাণী’ সঠিক হলে।জেলার সভাপতি ও চেয়ারপার্সন পদে বিরাট রদবদল ঘটাল শীর্ষ নেতৃত্ব চব্বিশের যুদ্ধের কয়েক মাসে আগেই। জেলার নতুন পদাধিকারীদের নামের তালিকা সামনে আসতেই দেখা যায়,নাম নেই অনুব্রতর বীরভূমের জেলা সভাপতি পদে।বদলে কোর কমিটির নাম লেখা হয়েছে।যা প্রথমবার ঘটেছে গত ১২ বছরে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved