Home Politics Bengal BJP: লোকসভা নির্বাচনের আগেই ৩১ হাজার বুথ ঢেলে সাজাচ্ছেন বঙ্গ বিজেপি

Bengal BJP: লোকসভা নির্বাচনের আগেই ৩১ হাজার বুথ ঢেলে সাজাচ্ছেন বঙ্গ বিজেপি

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক, কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। সেই কারণে দেশের প্রতিটি সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। সেখানে পিছিয়ে নেই বঙ্গ বিজেপি সংগঠনও। একচুলও জমি ছাড়তে নারাজ পদ্ম শিবির। সেই কারণে গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বুথ সশক্তিকরণের কাজ, যা চলবে ২ অক্টোবর পর্যন্ত। বিশেষ করে পরাজিত এবং দুর্বল বুথ গুলি দিয়েই শুরু হয়েছে ‘সশক্তিকরণ’-এর কাজ। সম্প্রতি দলের বিস্তারিত নথি-সহ একটি রিপোর্ট পাঠানো হয়েছে কেন্দ্রে। প্রায় ১০ হাজার বুথে এখনও কোনও কমিটিই নেই।

তা নিয়েও এখন জোরদার কাজে নেমেছে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গিয়েছে, পাঠানো রিপোর্টে কেন্দ্রীয় নেতৃত্বকে দলের সাংগঠনিক দুর্বলতার কথা জানানো হয়েছে। সঙ্গে দলের বাকি নেতাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, ৫০ শতাংশ কার্যকর্তাকে এই বুথ সশক্তিকরণের কাজে যোগ দিতে হবেই। ‘১ মণ্ডলে ১ দিন’ প্রবাস করতে হবে। অর্থাৎ প্রতিটি মণ্ডলে একদিন করে প্রবাস কর্মসূচি পালন হবে। যি প্রবাসী কার্যকর্তাদের দায়িত্ব থাকবে। এছাড়া হোয়াটস অ্যাপ গ্রুপ বানিয়ে সবাইকে আরও সচেতন করতে হবে। আগেও জনসংযোগকে বাড়াতে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। দুর্গাপুজোয় জনসংযোগে জোর দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

জানা গিয়েছে, দুর্গাপুজোতে প্রত্যেক ব্লকে একটি করে নেতাদের যুক্ত থাকতে হবে। প্রতি লোকসভা কেন্দ্র পিছু একটি সাংগঠনিক জেলা গঠন করা হবে। সেই জেলার সভাপতি করা হয় ছ’জন বিধায়ককে। ফলত, লোকসভায় নিজেদের আসন বজায় রাখতে যে পুরোদমে কাজে লেগে পড়েছে বিজেপি দল তা পরিষ্কার। তবে এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, “কোনও রাজনৈতিক দল যদি কোনও অবস্থায়, তার চলার পথে সাংগঠনিক বিষয়ে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তার স্বাভাবিক বিস্তার কমে যায়। এটা একটা পদ্ধতি, সারা বছর ধরে চলছে। এটায় লক্ষ্যমাত্রায় পৌঁছনোর কোনও বিষয় নেই।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved