Home Bengal “আমি ভোটে লড়ব”, ফের পোস্ট ভোজপুরি তারকা পবন সিংয়ের

“আমি ভোটে লড়ব”, ফের পোস্ট ভোজপুরি তারকা পবন সিংয়ের

by Mahanagar Desk
55 views

মহানগর ডেস্ক : বিজেপির প্রার্থী তালিকায় বাংলার আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ভোজপুরি তারকা শিল্পী পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল বিজেপি। বিজেপি প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই ভোজপুরি তারকা শিল্পী তাঁর এক্স হ্যান্ডলে জানিয়ে দেন, আসানসোল কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়াতে চান না। ঠিক এই ঘটনার ১০ দিন পর সেই পবনই আরও তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখলেন, তিনি ভোটে লড়বেন!

তবে এই পোস্টে তিনি উল্লেখ করেননি কোন কেন্দ্র থেকে তিনি নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। এক্স হ্যান্ডেলে পবন সিং লিখেছেন, ‘‘আমার সমাজ, মানুষ এবং মায়ের কাছে যে কথা আমি দিয়েছি, তা রাখতে ভোটে দাঁড়াব। আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা কাম্য।’’ এদিকে আসানসোল থেকে যে পবন ভোটে দাঁড়াচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। কারণ পবন নিজে দাঁড়াচ্ছেন না জানিয়ে দেওয়ার পর এখনও বিজেপি ওই কেন্দ্রে বিকল্প কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, পবন অন্য কেন্দ্র থেকে দাঁড়াবেন। বাংলা নয়, বিহারের কোনও কেন্দ্র থেকে বিজেপি পবনকে টিকিট দিতে পারে। পবন নিজে বিহারের আরা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ পবন ওই এলাকারই ছেলে। কিন্তু ওই আসনের বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং। তাই পবনকে প্রার্থী করার ক্ষেত্রে আরার পাশাপাশি বিহারের সসারাম এবং বক্সার কেন্দ্র নিয়েও বিজেপির ভাবনাচিন্তা রয়েছে বলে খবর। অনেকে বলছেন, পবন বিজেপি থেকে টিকিট পাওয়া নিশ্চিত ধরে নিয়েই বুধবারের পোস্টটি করেছেন।

এই খবরের পাশাপাশি অন্য আর একটি সূত্রে জানা যাচ্ছে যে পবন আদৌ বিজেপির টিকিটে ভোটে লড়তেই চান না। পবন সিংকে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি টিকিট দেওয়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে আরজেডি-র হয়ে আরা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াতে পারেন পবন। তবে সবটাই স্পষ্ট হবে পবনের নাম কারা ঘোষণা করে তারপর। এই পবন সিংকে আসানসোলের প্রার্থী হিসাবে ঘোষণা করদর পর পবনের এবং বিজেপির বিরুদ্ধে নামে তৃণমূল। পবনের গানের অ্যালবামের ছবি এবং গানের লাইন উদ্ধৃত করে আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ এবং বর্তমান তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সমাজমাধ্যমে পবনকে কটাক্ষ করেন। বাংলার মহিলাদের বিজেপি কেমন সম্মান দেয়, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তৃণমূলের অন্য অনেক নেতাও সোশ্যাল মিডিয়ায় একই অভিযোগ নিয়ে সরব হন। শুধু আসানসোল নয়, এমন প্রার্থীর জন্য রাজ্যের সব আসনেই বিজেপিকে প্রশ্নের মুখে পড়তে হবে এমন প্রচারও শুরু করে তৃণমূল। শনিবার সন্ধ্যায় প্রার্থিতালিকা ঘোষণার পর রবিবার দুপুরেই পবন লিখে দেন, তিনি আসানসোল থেকে ভোটে লড়ছেন না। তবে বুধবার পবন সিং ফের ভোটে দাঁড়াতে চেয়ে এক্স হ্যান্ডেলে ইচ্ছা প্রকাশ করেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved