মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচার উত্তর কলকাতা দিয়েই শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের আগেই ম্মমতার সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মহা মিছিলই ফের হল ফুলবদল। একদিকে যেখানে তৃণমূলের দাপুটে নেতা তাপস রায় বুধবারেই বিজেপিতে(BJP) যোগ দিয়েছেন ঠিক তখনই এক বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। নির্বাচনের আগে দল বদলের হিড়িকই এখন চর্চার কেন্দ্র বিন্দুতে।
রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুমণি অধিকারী সকলকে অবাক করেই যোগ দিয়েছেন তৃণমূলে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, রানাঘাট দক্ষিণ মতুয়াদের বড় গড়। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে এই বড় ভাঙ্গন মতুয়া ভোট ব্যঙ্ক নিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে। মুকুমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়েই উত্তর কলকাতার মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটেন। মতুয়া গড়ে এই ভাঙ্গন স্বাভাবিক ভাবেই বিজেপির চিন্তা বৃদ্ধি করেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের প্রবণতা। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী কয়েজদিন আগেই যোগ দিয়েছেন বিজেপিতে। তারপরেই যোগ দেন তৃণমূল নেতা তাপস রায়। এখানেই শেষ নয় সকলকে চম্নকে দিয়ে বিজেপির হাত ধরেছেন বহু চর্চিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সব মিলিয়ে ভোটকে কেন্দ্র করে হু হু করে বঙ্গ রাজনীতিতে পারদ চড়ছে।