Home Politics DYFI-এর বিক্ষোভের মুখে সুকান্তর গাড়ি, চাঞ্চল্য শিয়ালদহে

DYFI-এর বিক্ষোভের মুখে সুকান্তর গাড়ি, চাঞ্চল্য শিয়ালদহে

by Mahanagar Desk
42 views

মহানগর ডেস্ক: যুব সংগঠনের ব্যানারে লোকসভা ভোটের আগে আজ সিপিএমের ব্রিগেড সমাবেশ।বিজেপির রাজ্য সভাপতি সমাবেশের আগে DYFI-এর বিক্ষোভের মুখে। শিয়ালদহ স্টেশন চত্বরে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ।স্লোগান DYFI নেতৃত্বের, “বিজেপি হঠাও, দেশ বাঁচাও।” তাতে সুকান্ত বেশ খানিকটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়েন। বিজেপির রাজ্য সভাপতি বিক্ষোভের কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহ স্টেশন ছেড়ে বেরিয়ে যান।

৩২ ফুট বাই ২৪ ফুট হয়েছে ব্রিগেড সমাবেশের মূল মঞ্চ।আরও দুটি মঞ্চ সেই মঞ্চের দুদিকে। সেগুলি হচ্ছে ৪০ বাই ৪০ ফুট। এবার মঞ্চ উলটো দিকে, অর্থাৎ পার্ক স্ট্রিটের দিকে মঞ্চ, যার মুখ ভিক্টোরিয়া হাউসের দিকে। ফলে অন‌্যবারের তুলনায় সামান‌্য ছোট এবার মাঠের জায়গাটা।রবিবার মিছিল শুরু হবে ৭টি জায়গা থেকে। এছাড়া, খিদিরপুর, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো স্টেশন ও পার্ক সার্কাস থেকে পাঁচটি মিছিল যাবে ব্রিগেড অভিমুখে।দুটো বড় মিছিল আসবে ব্রিগেডে হাওড়া, শিয়ালদহ থেকে।

শুধু সিপিএমেরই নয়, গোটা বাম মহলেরই যুবদের ব্রিগেডের দিকে আজ নজর। আলিমুদ্দিনের তরফে খাতায়-কলমে দলের যুব সংগঠনের ব্রিগেড হলেও ভিড় দেখাতে দলের সমস্ত ফ্রন্ট শ্রমিক, কৃষক, মহিলা সব শাখাকেই জমায়েত করতে বলা হয়েছে। আজ ডিওয়াইএফআইয়ের রাজ‌্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ‌্যায় সাতজন বক্তা তালিকার কেন্দ্রবিন্দুতে। সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তন যুবনেতা আভাস রায়চৌধুরিও আছেন বক্তা তালিকায়।

You may also like