Home Politics “একাই লড়ব, জোট বা তৃতীয় ফ্রন্টের সঙ্গে নেই বিএসপি”, জানিয়ে দিলেন মায়াবতী

“একাই লড়ব, জোট বা তৃতীয় ফ্রন্টের সঙ্গে নেই বিএসপি”, জানিয়ে দিলেন মায়াবতী

by Mahanagar Desk
25 views

মহানগর ডেস্ক: কোনও জোট বা তৃতীয় ফ্রন্টে তিনি নেই। একাই লোকসভা ভোটের লড়াই লড়বেন বলে সাফ জানিয়ে দিলেন বিএসপি নেত্রী মায়াবতী।

জাতীয় রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল বিএসপি জোট সঙ্গী হয়েই ভোটে লড়বে। সেই জল্পনার অবসান ঘটিয়ে মায়াবতী স্পষ্ট করে দিলেন, ‘‘জোটের সঙ্গে বিএসপির হাত মেলানোর খবর সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো, বিএসপি একাই লড়বে।’’

বিজেপির মোকাবিলায় উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে ‘হাত’ মিলিয়েছে কংগ্রেস। দীর্ঘ টানাপোড়েনের পর এই ‘জোট’ হয়েছে। আসন রফা করতে একাধিক বৈঠক হয় দু’দলের নেতৃত্বের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন রফা চূড়ান্ত হয়েছে। এই অবস্থায় দেখা যাচ্ছে বিএসপি-র জন্য কোনও জায়গায়ই রাখেনি কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল মায়াবতী অখিলেশ-রাহুলের জোটের সঙ্গে থাকছেন না। অবশেষে মায়াবতী সেটাই স্পষ্ট করে দিলেন।

শনিবার বিএসপি সুপ্রিমো তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘লোকসভা ভোটের জন্য বিএসপি সম্পূর্ণ প্রস্তুত। পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। এ হেন পরিস্থিতিতে, কোনও নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট গঠন করার খবর পুরো ভুল। উত্তরপ্রদেশে বিজেপির মোকাবিলায় অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে ‘হাত’ মিলিয়েছে কংগ্রেস। তবে ‘জোট’ নিয়ে কম টানাপড়েন হয়নি দু’দলের মধ্যে। আসন রফা করতে একাধিক বৈঠক হয় দু’দলের নেতৃত্বের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেস এবং এসপি-র মধ্যে আসন রফা চূড়ান্ত হয়। সেখানে দেখা যায়, বিএসপি-র জন্য কোনও জায়গায়ই রাখেনি কংগ্রেস এবং এসপি। তখনই বোঝা গিয়েছিল, জোটের সঙ্গে থাকছেন না মায়াবতী।

https://x.com/Mayawati/status/1766328795827781976

শনিবার আরও এক বার জোট জল্পনা ওড়ালেন বিএসপি সুপ্রিমো। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে বলেছেন, ‘‘লোকসভা ভোটের জন্য বিএসপি সম্পূর্ণ প্রস্তুত। পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। এ হেন পরিস্থিতিতে, কোনও নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট গঠন করার খবর পুরো ভুল। উত্তরপ্রদেশে বিএসপি প্রবল শক্তি নিয়ে একা লড়ার কারণে বিরোধীরা ভয় পেয়েছে। সেই জন্যই তারা প্রতি দিন কোনও না কোনও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা চেষ্টা করছে। কিন্তু বহুজন সম্প্রদায়ের স্বার্থে, বিএসপি একা লড়ার সিদ্ধান্তে অটল।’’

বিজেপি বিরোধী “ইন্ডিয়া” জোটে মায়াবতীকে যুক্ত করানোর চেষ্টা করেছিলেন ইনৃডিয়া জোটের সব শরিক দলের নেতৃত্ব। উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে থাকা নেতা অবিনাশ পান্ডে গত মাসেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে “ঐক্যবদ্ধ’ লড়াইয়ের জন্য “ইন্ডিয়া”-য় আাসতে বিএসপি-র জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু মায়াবতী এবার সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, ” একাই লড়বে বিএসপি।”

You may also like