Home Politics লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী !!

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী !!

by Mahanagar Desk
39 views
Central force to Reach West Bengal Ahead of Lok Sabha Election Dates Announcement

মহানগর ডেস্ক: দেশে এখনও লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি। তবে তার আগেই আগামী ১ মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, তার সাত দিন পর আরও ৫০ কোম্পানী এসে পৌঁছবে বাংলায়। টর ফলে ভোট ঘোষণার আগেই মোট ১৫০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে যাচ্ছে। বাংলার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে রাজনৈতিক মহল।

এবার এক নজরে দেখে নেওয়া যাক ১৫০ কোম্পানি বাহিনীতে কারা থাকছে :-

পয়লা মার্চ যে ১০০ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে, তার মধ্যে ২০ কোম্পানি সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ৫০ কোম্পানি বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী, ১০ কোম্পানি সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ১০ কোম্পানি এসএসবি বা সশস্ত্র সীমা বল, ১০ কোম্পানি আইটিবিপি বা ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনী।

৭ মার্চ রাজ্যে যে ৫০ কোম্পানি বাহিনী আসছে, তার মধ্যে ১০ কোম্পানি সিআরপিএফ, ৩০ কোম্পানি বিএসএফ, পাঁচ কোম্পানি এসএসবি এবং পাঁচ কোম্পানি আরপিএফ থাাকছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বদলির ক্ষেত্রে পুলিশ আধিকারিকদের একই লোকসভা কেন্দ্রে রাজ্যগুলি পাঠাতে পারবে না। দেশের লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাস হওয়ার পর অনেক আসনই দুই বা ততোধিক জেলার অংশ নিয়ে তৈরি হয়েছে। তার ফলে অনেক ক্ষেত্রেই রাজ্য প্রশাসনের পছন্দসই পুলিশ আধিকারিকদের অন্য জেলায় বদলি করা হলেও তাঁরা একই লোকসভায় থেকে যাচ্ছেন। এই ব্যবস্থা যাতে কার্যকর থাকতে না পারে তার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।

জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত পুলিশ আধিকারিক নিজেদের জেলাতেই কোনও প্রশাসনিক দায়িত্বে থাকেন কিংবা নির্দিষ্ট কোনও জায়গায় একটানা তিন বছর চাকরিতে বহাল আছেন, তাঁদের অন্য জেলায় বদলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যে পুলিশ আধিকারিকেরা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নির্বাচনী কাজে যুক্ত থাকেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়।

শনিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্যের সব জেলার ডিএম, এসপিদের নিয়ে বৈঠক করেছেন। ২৮ ফেব্রুয়ারি কলকতা উত্তর, কলকাতা দক্ষিণ, এবং দুই ২৪ পরগণার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ফের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব বৈঠক করবেন। আগামী ৩ মার্চ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শনিবারের বৈঠক থেকে আরিজ আফতাব ডিএম, এসপিদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বলেছেন, কোনও রকম অভিযোগ পেলেও দ্রুত পদক্ষেপ করতে হবে। এই আবহেই লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে আসতে চলেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved