Home Bengal আজ অধীরের গড় মুর্শিদাবাদে মমতা, লোকসভার আগে কি বার্তা দেবেন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল

আজ অধীরের গড় মুর্শিদাবাদে মমতা, লোকসভার আগে কি বার্তা দেবেন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল

by Shreya Maji
25 views

মহানগর ডেস্ক:  উত্তরবঙ্গ সফর সেরে এবার দক্ষিণবঙ্গে মমতা। রাহুল গান্ধীর হেঁটে যাওয়া রাস্তা দিয়ে কর্মসূচীর পর আজ কংগ্রেসের শক্ত ঘাঁটি তথা অধীরের গড়ে পা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার দুই দিনাজপুরে প্রশাসনিক সভার পর আজ মালদা হয়ে  মুর্শিদাবাদের বহরমপুরে যাবেন মমতা। লোকসভার আগে মালদা ও মুর্শিদাবাদ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আজ বুধবার মালদা ও মুর্শিদাবাদে সফর ও সভা করবেন।  লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই দুই শক্ত ঘাঁটিতে মুখ্যমন্ত্রীর পদার্পণ যে ভোটের বার্তা দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। জানিয়ে রাখা ভাল, ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই দুই জায়গা গিয়েছিল কংগ্রেসের দখলে। তাই ২০২৪ এর আসন্ন নির্বাচনে আগে থেকেই ময়দানে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। অধীরের গড় থেকে আজ মমতা কি বার্তা দেন সেই দিকে নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, আজ  বুধবার মালদহের জেলা ক্রীড়া সংস্থার মাঠে দুপুর ২টো নাগাদ  মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। এই সভার আগে মুখ্যমন্ত্রী মালদহের পুলিশ লাইন মাঠ থেকে ক্রীড়া সংস্থার মাঠ পর্যন্ত ১ কিলোমিটার পদযাত্রার সঙ্গেই   করবেন জনসংযোগ।   এরপর  মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন । অনুষ্ঠান শেষে মুর্শিদাবাদের বহরমপুরে  গিয়ে স্টেডিয়ামে জনসভা, সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন ।  প্রায় ৪০ হাজার মানুষের সমাগম হতে পারে বলেই আশা করছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই সভা থেকেও নতুন কিছু ঘোষণা করতে পারেন বলেই খবর রয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved