Home Politics লোকসভা নির্বাচনের প্রচারে শাসক-বিরোধীদের হাতিয়ার কনডমের প্যাকেট, কিভাবে জানুন…

লোকসভা নির্বাচনের প্রচারে শাসক-বিরোধীদের হাতিয়ার কনডমের প্যাকেট, কিভাবে জানুন…

by Shreya Maji
44 views

মহানগর ডেস্ক: এবার কনডমের প্যাকেটকে বানানো হয়েছে রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার। রাজনীতিতে কনডম কী ভূমিকা পালন করে? এই প্রশ্নই মনে আসছে? অবাক হচ্ছেন নিশ্চয়ই এটা ভেবে যে কনডম কিভাবে রাজনৈতিক প্রচাররে হাতিয়ার হতে পারে। অবাক হবেন না এটাই হয়েছে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে কনডম একটি প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে। শাসক বিরোধী দুই দলই জনসাধারণের কাছে তাদের দলীয় প্রতীক ছড়িয়ে দিতে  কনডমের প্যাকেটকে বেছে নিয়েছে।

 অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক প্রচারে কনডমের প্যাকেটকে ব্যবহার করতে দেখা গিয়েছে। এই খবর সামনে আসার পরেই স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের উভয় প্রধান দলই জনসাধারণের কাছে তাদের দলীয় প্রতীক ছাপানো কনডমের প্যাকেট বিতরণ  করছে।  একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি প্যাকেটে  ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং প্রধান বিরোধী দল, তেলেগু দেশম পার্টি (TDP)র লোগো রয়েছে এবং যা দলীয়  কর্মীদের দ্বারা দ্বারা ভোটারদের কাছে বিতরণ করা হচ্ছে।  ভিডিওটিতে দেখা  গিয়েছে  একজন ব্যক্তি আলোচনা করছেন যে কীভাবে সরকারি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা কমানো যায়।
এখানেই শেষ নয়, লোকসভা নির্বাচনের জন্য ঘরে ঘরে প্রচার চালানো দলের নেতারাও কনডমের প্যাকেট বিতরণ করছেন।  তবে উভয় পক্ষই কনডম বিতরণের জন্য একে অপরের নিন্দা করছে কিন্তু তা সত্বেও তারা প্রত্যেকে একই কাজ করছে। YSRCP, X-এ  একটি পোস্টে  টিডিপিকে উদ্দেশ্যে জানতে চেয়েছে তাদের দলটি কতটা নিচে নামবে । মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দল বলেছে, ” তাঁরা কি কনডম দিয়ে থামবে নাকি জনসাধারণের কাছে ভায়াগ্রা বিতরণ করা শুরু করবে?” রবে যাই হোক এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিব ভাবেই উত্তেজনার সৃষ্টি হয়েছে।

You may also like