HomePoliticsপদ খুইয়ে "নিশ্চুপ" দিলীপ, মানভঞ্জনের চেষ্টায় বাসভবনে ডেকে পাঠালেন শাহ

পদ খুইয়ে “নিশ্চুপ” দিলীপ, মানভঞ্জনের চেষ্টায় বাসভবনে ডেকে পাঠালেন শাহ

- Advertisement -

মহানগর ডেস্ক: এবার দিলীপ ঘোষকে জরুরি তলব করলেন অমিত শাহ। এদিন সন্ধ্যায় অমিত শাহের নিজ বাসভবনে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তারপর থেকেই দিলীপ ঘোষ একেবারে চুপচাপ রয়েছেন। বিষয়টি নিয়ে কোনভাবেই মুখ খোলেননি তিনি। দিলীপের মানভঞ্জন করতে দলীয় সংগঠন বা সরকারি কোনও প্রতিষ্ঠানের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর বিজেপি সূত্রে।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে। তবে এখন অবশ্য সেই নিয়ে কিছু শোনা যায়নি। একসময় এ রাজ্যে বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। বাংলায় বিজেপি দায়িত্ব নেওয়ার পর দুটি নির্বাচন লড়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন। সেই সময় এরাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা ছিল মাত্র তিনজন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতে তিনি সাংসদ হন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ABC Id, নোটিশ জারি UGC-র

বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। সর্বভারতীয় সহ-সভাপতি করা হয় দিলীপকে। কিন্তু কয়েক সপ্তাহ আগে তাকে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তারই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়েছেন দিল্লিতে নিজের বাসভবনে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যাতেই নিজের বাসভবনে দিলীপের সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ওই বৈঠকে কিন্তু ডাক পাননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিলীপকে কেন হঠাৎ জরুরি তলব শাহের? তবে দিলীপের কি কোনও ‘প্রাপ্তিযোগ’ রয়েছে? না কি সদ্য দলের সব পদ-হারানো বাংলার প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপের মানভঞ্জনই কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশ্য? এই নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে।

Most Popular