Home Kolkata নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ ঘনিষ্ঠের বাড়িতে ইডি-র হানা

নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ ঘনিষ্ঠের বাড়িতে ইডি-র হানা

by Mahanagar Desk
34 views

মহানগর ডেস্ক : শুক্রবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় ইডির আবার ইডি-র তল্লাশি। এদিন সকাল ৬টা থেকে রাজারহাট, নিউটাউন, নাগেরবাজার-সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। এবার ইডির নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক ঘনিষ্ঠ পার্শ্বশিক্ষক আবদুল আমিন। এদিন সকালে ইডির ৫ সদস্যের দল পার্থ ঘনিষ্ঠ আবদুল আমিনের বাড়িতে তল্লাশি শুরু করে।

কে এই আবদুল আমিন? আবদুল আমিন হলেন নিউটাউনের পাথরঘাটা হাইস্কুলের প্রাক্তন পার্শ্বশিক্ষক। পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আবদুলের বাড়ি। এই বাড়িতে শুক্রবার সকালেই পৌঁছেছে ইডি আধিকারিকরা। সকাল থেকেই চলছে টানা তল্লাশি। আবদুল আমিনের কাছ থেকে বিভিন্ন নথি দেখতে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা আধিকারিকরা। ইডি-র তদন্তকারীদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী আবদুল আমিনেট বাড়ি ঘিরে রেখেছেন।

শুক্রবার সকাল থেকে রাজারহাটের কাশীপুরে এক জমি ব্যবয়াসীর বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সূত্রের খবর, কাশীপুরের এই বাড়ি চন্দন চট্টোপাধ্যায় নামে এক জমি ব্যবসায়ীর। তিনি নিয়োগ দুর্নীতির মিডলম্যান বলে পরিচিত, ধৃত প্রসন্নকুমার রায়ের ঘনিষ্ঠ বলে ইডি সূত্রে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির সঙ্গে চন্দনের কী সম্পর্ক, তা পরখ করে দেখতেই তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা গিয়েছেন।

You may also like