Home Politics প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার পর খুন রাজ্যের প্রাক্তন বিজেপি জেলা প্রধান

প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার পর খুন রাজ্যের প্রাক্তন বিজেপি জেলা প্রধান

by Shreya Maji
4 views

মহানগর ডেস্ক: প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার ঘটনা কমবেশী সমস্ত এলাকা থেকেই শোনা যায়। এই ঘটনা নতুন নয়। তবে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জন্য খুন তাও আবার  রাজ্যের প্রাক্তন বিজেপি জেলা প্রধান, এতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই সঙ্গেই তরি হয়েছে রাজনইতিক চাপানোতর।

ঘটনাটি ঘটেছে বুধবার  গুজরাটের আমরেলি জেলায় ।  ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রাক্তন সভাপতি খুন হয়েছেন বলেই খবর মিলেছে। মৃত বিজেপি নেতা মধুবেন জোশী তাঁর এক প্রতিবেশীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন বলেই  জানা গিয়েছে। ঝগড়ার পরেই বিজেপি নেতাকে প্রতিবেশী খুব করে, এমনটাই অভিযোগ উঠেছে।  মধুবেন জোশীকে গুরুতর অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি তার আঘাতে মারা যান।

এই ঘটনায় বিজেপি নেতার ছেলেও আহত হয়েছেন।  অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার আগে চলতি মাসের শুরুতে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় সন্দেহভাজন মাওবাদীদের হাতে এক বিজেপি নেতা খুন হন। পুলিশের মতে, বিজেপির নারায়ণপুর জেলা শাখার সহ-সভাপতি রতন দুবেকে বিধানসভা নির্বাচনের প্রচার করার সময় একটি বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

You may also like