Home Bengal “আমি আজই বিজেপিতেই যাচ্ছি, কলকাতা বা দিল্লতে”, জানালেন অর্জুন সিং

“আমি আজই বিজেপিতেই যাচ্ছি, কলকাতা বা দিল্লতে”, জানালেন অর্জুন সিং

by Shreya Maji
360 views

মহানগর ডেস্ক : অর্জুন সিংয়ের স্পষ্ট ঘোষণা, ” আমি আজই বিজেপিতে যোগ দিচ্ছি। আরও এক বড় তৃণমূলের পদাধিকারী এবং অনেক মানুষ যোগ দেবেন। দুপুর দেড়টার মধ্যে আমার কাছে সূচনা আসবে। আমার সঙ্গে জেপি নাড্ডার কথা হয়েছে। আমায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি বিজেপির সাংসদ। তারপরেও আমায় ব্রিগেডের মঞ্চে বসিয়েছে।”

বৃহস্পতিবার এই ঘোষণার পর অর্জুন বলেন, “নৈহাটির যে প্রার্থী তাঁর অন্যায়ের জন্য বড়মার কাছে জানিয়ে আসব। নৈহাটিতে শেখ শাহজাহানের প্রচুর সম্মত্তি, বিঘার পর বিঘা জমি কেনা আছে। এর সঙ্গে পার্থ ভৌমিকের যোগ আছে কি না সেটা বড়মার কাছে জানিয়ে আসব। শেখ শাহজাহানকে বাঁচাতে পার্থ ভৌমিককে কেন পাঠান হল? সন্দেশখালিরতে বিধায়ক আছে। এবার সেই ফাইল খোলা হোক।” পার্থ ভৌমিক সমস্ত অভিযয়োগ অস্বীকার করে বলেন, “এগুলো বোকা বোকা কথা। আগে কেন বলল না? বওজেপিতে গিয়ে কেন বলছে?” এদিকে অর্জুনের এই ঘোষণা শুনেই ব্যারাাকপুরের অর্জুন বিরোধী তৃণমূল নেতা সোমনাথ শ্যাম মুখ খুলেছেন। তিনি বলেছেন, “আমাদের কাছে দল যা জানতে চেয়েছিল অর্জুন সম্পর্কে দলকে জানিয়েছি। দল সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। এখন অর্জুন কোথায় যায় সেটা তাঁর বিষয়। তবে ব্যারাকপুরে সে প্রার্থী হলে জানাতে হবে এখানকার খুনের ঘটনা, তাতে কে যুক্ত, ব্যারাকপুরের মানুষকে জানাতে হবে তো তাদের কেন্দ্রে কে প্রার্থী হচ্ছেন।”

এদিকে সোমনাথের এই হুঁশিয়ারির পরোয়া না করেই অর্জুন বলেছেন, “আমি বিজেপিতে আজই যোগ দিচ্ছি। আমার সঙ্গে এখানকার বহু মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে, তৃণমূলের এক পদাধিকারীও যোগ দিচ্ছে।” তবে তিনি কী ব্যারাকপুরের বিজেপি প্রার্থী? এই প্রশ্নে অর্জুনের কৌশলী ঘোষণা, “আমি বিজেপিতে যাচ্ছি। তবে ব্যারাকপুরে কে প্রার্থী হবেন সেটা দল ঠিক করবে।”

You may also like