Home Politics ইডি’র দফতরে নয়, আগামী ৩ অক্টোবর দিল্লিতেই থাকবেন, সাফ জানালেন অভিষেক

ইডি’র দফতরে নয়, আগামী ৩ অক্টোবর দিল্লিতেই থাকবেন, সাফ জানালেন অভিষেক

by Shreya Maji
4 views

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ফের তলব করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জিজ্ঞসাবাদের জন্য আগামী ৩ অক্টোবর কলকাতার সিজিও কমপ্লেক্সে তৃণমূলের প্রথম সারির নেতাকে ডেকে পাঠিয়েছে ইডি। কিন্তু সেই ডাকে সাড়া দেবেন না বলেই জানিয়ে দিলেন  অভিষেক। ওই দিন তিনি দিল্লির দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন বলে সাফ জানিয়ে দিলেন।

বহুদিন আগেই ২ ও ৩ অক্টোবর অভিষেকের দিল্লির কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। সেই সময়েই জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেককে তলব করে।  ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কথা নিজেই ট্যুইট করে জানান অভিষেক। তৃণমূল নেতা হাজিরা দেবেন কিনা তা নিয়ে তলবের পর থেকেই রাজনৈতিক মহলের অন্দরে চর্চা শুরু হয়েছে। সেই উত্তরই সাফ দিয়ে দিলেন অভিষেক। সঙ্গে ছুঁড়ে দিলেন চ্যলেঞ্জও। এক্স হ্যন্ডেলে(আগের টুইটার) অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, “বাংলার মানুষের বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে। বকেয়া আদায়ে লড়াই চলবে। কোনও বাধা-ই আটকাতে পারবে না। জগতের এমন কোনও শক্তি নেই যা বাংলার মানুষ ও তাদের অধিকার আদায়ের জন্য আমার লড়াইয়ের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি দিল্লিতেই যাব। ২ ও ৩ তারিখের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে। যদি পারো তো আমাকে আটকাও!”

https://x.com/abhishekaitc/status/1707633510784397629?s=20

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর দিল্লিতে  ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম ‘সমন্বয়’ বৈঠকের দিনেও ইডি অভিষেককে তলব করেছিল। কো-অর্ডিনেশন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য  ওই দিন দিল্লিতে বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। কারণ ওই সমইয়ে  ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ওই দিন দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ইডি জেরা করেছে তাঁকে। কিন্তু এবার আর তা হবে না। ১০০ দিনের বকেয়া আদায়ের জন্য ‘মিশন দিল্লি’র যে কর্মসূচি সেখানেই থাকবেন তিনি। তৃণমূল কয়েক হাজার মানুষকে নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে দিল্লি পুলিশ ৩ অক্টোবর রাজধানীর রামলালী ময়দানে ধরনার কর্মসূচির অনুমতি দেয়নি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, শুধু অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নন তাঁর বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি, আগামী সপ্তাহে তাঁদের হাজিরার  নির্দেশ দেওয়া হয়েছে।

You may also like