Home Bengal বাংলায় ৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস, রয়েছে অধীর, বাকি কারা জেনে নিন…

বাংলায় ৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস, রয়েছে অধীর, বাকি কারা জেনে নিন…

by Shreya Maji
31 views

মহানগর ডেস্ক:  বিজেপি-তৃণমূল-বামেদের পর এবার বাংলায় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।  বাংলায় ৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। কারা রয়েছেন কারা বাদ গেলেন দেখে নিন এক  নজরে

বহরমপুর থেকে লড়বেন অধীর রঞ্জন চৌধুরী।

মালদা উত্তর থেকে লড়বেন মুস্তাক আলম।

মালদা দক্ষিণ থেকে লড়বেন  ঈশা খান চৌধুরী।

জঙ্গিপুর থেকে লড়বেন মহম্মদ মুর্তাজা হোসেন।

 উত্তর কলকাতা থেকে লড়বেন প্রদীপ ভট্টাচার্য। 

পুরুলিয়া থেকে লড়বেন নেপাল মাহাতো।

বীরভূম থেকে লড়বেন মিল্টন রশিদ। 

রায়গঞ্জ থেকে লড়বেন আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। 

এই তালিকা প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, মালদা দক্ষিণ থেকে আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু এবারে টিকিট পাননি। তাঁর জায়গাতে  এসেছেন ঈশা খান চৌধুরী। অন্যদিকে ফরওয়ার্ড ব্লক থেকে আসা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর পেয়েছেন কংগ্রেসের টিকিট। ইতিমধ্যে বামেরা বাংলায় ১৭ আসনে  প্রার্থীদের নাম ঘোষণা  করেছে। ৮ আসনে প্রার্থী দিয়ে দিয়েছে নওশাদের আইএসএফ। বাংলায় তৃণমূল-কংগ্রেসের জোট নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল তবে সেই আশাতে জল দিয়ে তৃণমূল ৪১টি আসনে এলাই লড়াই করার কথা ঘোষণা করে এবং ৪২ আসনেই প্রার্থী দিয়েছে। বিশেষ করে যেটা নজর কেড়েছে তা হল  বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরীর বিপরীতে তৃণমূলের হয়ে লড়াই করবেন তারকা প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার  ইউসুফ পাঠান। 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved