Home Politics হাড়ের চিকিৎসার জন্য হাসপাতালে কারাবন্দী আপনেতা মনীষ সিসোদিয়া

হাড়ের চিকিৎসার জন্য হাসপাতালে কারাবন্দী আপনেতা মনীষ সিসোদিয়া

হাড়ের চিকিৎসার জন্য হাসপাতালে কারাবন্দী আপনেতা মনীষ শিশোদিয়া

by Mahanagar Desk
37 views

মহানগর ডেস্ক: কথিত আবগারি কেলেঙ্কারি মামলায় উচ্চ নিরাপত্তায় তিহার জেলে বন্দী AAP নেতা মনীষ শিশোদিয়াকে অর্থোপেডিক চিকিৎসার জন্য দিল্লি সরকার পরিচালিত LNJP হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হলে কারাগার সূত্রের খবর।

শিশোদিয়া, যাকে কারা হাসপাতালের ডাক্তার অর্থোপেডিক সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসার রেফার করেছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০:৩০ টা নাগাদ LNJP হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শিশোদিয়াকে। ১০ জানুয়ারি, দিল্লির একটি আদালত AAP সাংসদ সঞ্জয় সিং এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত ২০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

শিশোদিয়াকে গতবছর ২৬ শে ফেব্রুয়ারি বাতিল করা দিল্লি আবগারি নীতি ২০২১-২২-এর প্রণয়ন এবং বাস্তবায়ন সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল। আবগারি নীতি সংক্রান্ত বিষয় থেকে উদ্ভূত একটি মানি লন্ডারিং মামলায় ইডি তারপরে ৯ মার্চ তাঁকে গ্রেপ্তার করেছিল।

 

 

You may also like