Home Politics এই কারণে আদালতে হাজিরা দিতে চাইছেন না জ্যোতিপ্রিয় মল্লিক,  কী সিদ্ধান্ত আদালতের

এই কারণে আদালতে হাজিরা দিতে চাইছেন না জ্যোতিপ্রিয় মল্লিক,  কী সিদ্ধান্ত আদালতের

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির পর থেকেই অসুস্থতার কথা বলে আসছেন। ‘আনফিট বর্তমান বনমন্ত্রী’ , এবার প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে এমনটাই জানা গেল।তাঁকে আনফিট সার্টিফিকেট দিয়েছেন জেল চিকিৎসক।ফলে তাঁকে সশরীরে হাজিরা দেওয়ানো হচ্ছে না বৃহস্পতিবার। তাঁকে সম্ভবত ভার্চুয়ালি আদালতে পেশ করা হতে পারে। ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষ এ ব্যাপারে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

এদিনই রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের চারদিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। তাই ইডির স্পেশাল কোর্টে পেশ করার কথা ছিল রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীকে। কিন্তু, তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তা সম্ভবপর হচ্ছে না।ধৃত মন্ত্রী যতবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তত বার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। কখনও তিনি দাবি করেছেন তাঁর বাম হাত ও পা প্যারালিসিস হয়ে যাচ্ছে। শেষ দিন ইডি হেফাজত থেকে কম্যান্ড হাসপাতালে যাওয়ার পথে তিনি বলেন, ‘মনে হচ্ছে আর বাঁচব না। এবার মরে যাব। ভীষণ শরীর খারাপ। আমি ভালো নেই।’

জেল সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী গত তিনদিনে বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ করেছেন। এমনকি,জেলের সেলের ব্যবস্থা দেখে তিনি সেখানে থাকতে চাইছিলেন না বলে অসন্তোষ প্রকাশ করেন। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মন্ত্রী বলেন, তাঁর হাত ও পায়ে খুব ব্যথা হচ্ছে। সেই কথা শোনার পরে জেলের চিকিৎসক গিয়ে তড়িঘড়ি তাঁকে পরীক্ষা করেন। তারপরই জেল চিকিৎসক তাঁকে আনফিট বলে জানান।পাশাপাশি, সেই সংক্রান্ত রিপোর্টও দেন তিনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved