Home Kolkata সুজিত-তাপসের বাড়িতে ইডির হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া কুণাল ঘোষের, কি বললেন তিনি…

সুজিত-তাপসের বাড়িতে ইডির হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া কুণাল ঘোষের, কি বললেন তিনি…

by Mahanagar Desk
45 views

মহানগর ডেস্ক: ফের একাধিক তৃণমূল নেতা, মন্ত্রীর বাড়িতে ইডি হানা  দেয়  শুক্রবার সকাল থেকেই। ইডি আধিকারিকরা তৃণমূল নেতা তাপস রায় থেকে শুরু করলে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। চলছে জেরা।  সন্দেশখালির ঘটনার পর ফের রাজ্যে ইডির হানা।  নিশানায় সেই ত্ণমূল নেতারা। ইডি হানা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ  করেছেন। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও।

সুজিত-তাপসের বাড়িতে ইডি হানা নিয়ে এদিন শুভেন্দু জানান, “ইডি আধিকারিকরা তথ্য প্রমাণ পেয়েছে বলেই আজকেই পুণ্য দিনে পুণ্য কাজ করতে বেরিয়ে পড়েছে।’ পাশাপাশি তিনি অভিযোগ করেন, সরাসরি পুর নিয়োগ দুর্নীতিতে যুক্ত দমকল মন্ত্রী সুজিত বসু। শুভেন্দু আরও বলেন, ”সুজিত বসুর দুই ঘনিষ্ঠ আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী কামারহাটিতে পুরসভায় চাকরি পেয়েছে।” এর পরেই তিনি কটাক্ষ করে বলেছেন, “ব্যাগ গোছানো শুরু করুন। সঙ্গে শীতের জিনিসও রাখবেন।”

তবে কুণাল ঘোষও কিছু কম নন।তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ইডি হানা নিয়ে দিলেন কড়া প্রতিক্রিয়া। এদিন কুণাল ঘোষ বলেন, ‘ ইডির তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে।’ তাঁর কথা অনুযায়ী,’ রাজনীতির ময়দানে বিজেপি হেরে যাচ্ছে, হেরে গিয়েছে, সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এঁদেরকে উৎপাত করা হচ্ছে।’ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা জানান, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা হচ্ছে। এটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। বিজেপির তরফে এই এই ঘটনা ঘটানো হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved