Home Politics লগ্নি টানতে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যে “নিষ্কর্মা” শিল্পাঞ্চলে দীর্ঘশ্বাস

লগ্নি টানতে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যে “নিষ্কর্মা” শিল্পাঞ্চলে দীর্ঘশ্বাস

by Mahanagar Desk
0 views

কলকাতা: বছর ঘুরতেই বঙ্গে শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা। রাজ্যে শিল্পে লগ্নি টানতে স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ রাজ্যে শিল্পক্ষেত্রে বদলালো না হতশ্রী চেহারা। বিশ্বকর্মা পুজোর আগেই বন্ধ হয়ে গেল ভাটপাড়া জুটমিলের দরজা। মাথায় হাত জুটমিলের কয়েক হাজার শ্রমিকের। বহু বাধার পরেও খোলা হয়েছিল এই জুটমিলের দরজা। সূত্রের খবর, শ্রমিক মালিক অসন্তোষের জেরেই বন্ধ হয়েছে জুটমিল। একই চিত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। বন্ধ হয়েছে একের পর এক কারখানা। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছে একাধিক কারখানার দরজায়। বিশ্বকর্মা পুজোর দিনে শুনশান সেখানকার পথঘাট।

একসময় এই রাজ্য়ের প্রচলিত প্রবাদ ছিল, কৃষি আমাদে ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। সেসব এখন শিকেয়। বামফ্রন্ট সরকারের পর তৃণমূল সরকারের রাজত্বকালেও কারখানার গেটে ঝুলছে বড় বড় তালা। দুর্নীতি, চুরি শিল্পে পরিণত হয়েছে রাজ্যে। ভাতায় বাঁধা পড়েছে বিশ্বকর্মাদের ভবিষ্যৎ। রাজ্যে এই মুহূর্তে ঋণের পরিমাণ ৫ লক্ষ ৮৬ হাজার ৪৩৮ কোটি টাকা। ঘটা করে বানিজ্য  সম্মেলন হচ্ছে রাজ্যে অথচ কর্মসংস্থান তথৈ বচঃ অবস্থায়।

বন্ধ কারখানার শ্রমিকদের অভিযোগ স্বল্প পারিশ্রমিকে দ্বিগুন কাজ করিয়ে নিত মালিকেরা। গালিগালাজ থেকে শুরু করে মারধর পর্যন্ত করে মালিক পক্ষ। অভিযোগ, পুজোর আগে প্রভিডেন্ট ফান্ডের টাকা, বোনাস কিছুই দেবে না বলেই মালিক পক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। একদিকে যখন হতশ্রী দশা রাজ্যের একাধিক শিল্পঞ্চলগুলির, তখন বিদেশি পুঁজি টানতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফর সঙ্গী প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে ইস্পাত কারখানা শুরু করার প্রতিশ্রুতি
দিয়েছেন, অথচ শিল্পাঞ্চলে পুরনো কারখানাগুলির বেহাল দশা।

আরও পড়ুন: বিশেষ পরিকল্পনা ভাঙড়ে, হামলা রুখতে আসছে কলকাতা পুলিশের ‘বডি ক্যামেরা’

বদলায়নি সিঙ্গুরের হতাশা। যে জমিতে টাটার প্রস্তাবিত কারখানা হওয়ার কথা ছিল সেখানে আজ আবর্জনার স্তূপ। গুড়িয়ে দেওয়া হয়েছে কারখানা। কৃষকদের বলা হয়েছিল কারখানার জমি রাজ্য সরকার চাষযোগ্য করে কৃষকদের কাছে ফিরিয়ে দেবে। সেই প্রতিশ্রুতিও আজ বিশ বাঁও জলে। বিশাল জমি আগাছায় ভরপুর। কারখানা তৈরি হলে কর্মসংস্থান হতো বহু মানুষের, দাবি করছেন সাধারণ মানুষ। শ্রমিকদের ভাতে জল ঢেলে সিঙ্গুরের জমি এখন গবাদি পশুর চারণভূমি। যে সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল সেই সিঙ্গুরই নিষ্কর্মা। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর কেটে গেছে ১২ বছর। কৃষক শ্রমিকদের হাল ফেরেনি কোথাও। সিঙ্গুরে তাপসী মালিকের আবক্ষমূর্তির সামনে রয়েছে রাজ্যের বর্তমান শাসকদলের পতাকা, অথচ ১২ বছর পেরিয়ে গেলেও শিল্প-কৃষির নিটফল লবডঙ্কা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved