Home Kolkata ডোরিনা ক্রসিং থেকে মোদী, অভিজিৎকে তোপ দেগে সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা

ডোরিনা ক্রসিং থেকে মোদী, অভিজিৎকে তোপ দেগে সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা

by Mahanagar Desk
27 views

মহানগর ডেস্ক : সন্দেশখালির ঘটনা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান, নরেন্দ্র মোদীর বাংলার নারী অসুরক্ষিত বলে সমালোচনার জবাব ৭ মার্চ, ডোরিনা ক্রসিংয়ে নারী দিবসের আগের দিনের অনুষ্ঠান থেকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এদিন বলেন, “নারীকে সম্মান দেনা চাহিয়ে, নারীকে কত সম্মান আপনারা দেন”, বলে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন মমতা। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় প্রসঙ্গে বলেন, “আপনি যেখানে দাঁড়াবেন আমি ছাত্রদের নিয়ে যাবো, যাদের চাকরি আপনি খেয়েছেন।” ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সেই উপলক্ষে এর আগের দিন কেন কলকাতা শহরে অনুষ্ঠান? এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, “৮ মার্চ শিবরাত্রি, অনেক মা,বোন উপোস রাখেন, তাই আজ অনুষ্ঠানটা করলাম।” মমতা বলেন, “সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। ওরা বলে বাংলায় নারীরা সুরক্ষিত নয়, আমি বলি বাংলায় নারীরা সবচেয়ে সুরক্ষিত। সন্দেশখালি নিয়ে বলছেন, মণিপুর যাননি কেন? হাথরাস ভুলে গেছেন?” সন্দেশখালি প্রসঙ্গে মমতা বলেন, “সন্দেশখালি নিয়ে ধুয়ো তুলে দিয়েছে। এরকম ঘটনা একআধটা হয়, সবটা নজরে অনেক সময় থাকে না। আমরা তো দোষীদের ধরেছি।” মমতার এই মন্তব্য প্রমাণ করছে তিনি সন্দেশখালির মহিলাদের সম্ভ্রম লুঠের কথা মেনে নিচ্ছেন।

মমতা এদিন বলেন, “জল নাকি ওরা দিচ্ছে বাড়িতে বাড়িতে? ইলেকশন হয়ে যাবে দেখবেন উজালা নেই, গ্যাসের দাম বাড়ছে। একটা জিনিসের দাম কমাতে পারেন না। শুধু তৃণমূলের নামে কুৎসা! নিজের দিকে তাকিয়ে দেখুন। বিজেপি রাজ্যগুলি কি করছে। অন্যদলের সবাই চোর, বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে সব ফর্সা।” এদিন মমতা তাপস রায়ের নাম না করে বলেন, “কেউ কেউ আবার একদিন বাড়িতে ইডি গেলেই ভয়ে চলে যাচ্ছে ওয়াশিং মেশিনে।” অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “বিচারকের চেয়ারে বসে বিজেপিবাবু বিজেপিতে জয়েন করার কথা ঘোষণা করছেন, এদের থেকে মানুষ বিচার পাবে? রোজ একটা করে পিআইএল, বিজেপি যা বলছে গিলে নিচ্ছে, রায় দিচ্ছেন। এরা কেউকেটা, তবে আমি খুশি এদের মুখোশটা খুলে পড়েছে। প্রতিদিন বক্তৃতা দিচ্ছে, টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন। আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় জনগণ দেবে। মনে রাখবেন, আপনি যেখানে দাঁড়াবেন, আমি ছাত্রদের নিয়ে যাব, চাকরি খেয়েছেন, বলতে পারতেন এই প্যানেলটা ক্যানসেল করুণ, অ্যামেন্ড করে নিতাম। তা করেননি, হাজার হাজার ছেলে-মেয়ের চাকরি খেয়েছেন।”

রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী দল আসা নিয়ে মমতা এদিন বলেন, “বলুন তো আমাদের মতো অন্য কোন রাজ্যে ৪৫৫টি টিম পাঠিয়েছে। আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। এজেন্সি দিয়ে সব চালাচ্ছেন?” নরেন্দ্র মোদীর নাম না করে মমতা বলেন,”বাংলার উপর এতো রাগ কেন? বিজেপিকে আমি বলি পিন্টুবাবু। পিন্টুবাবু ইতনা গুস্সা কিউ আতা হ্যায়?” মমতা এদিন নরেন্দ্র মোদীর মেট্টো রেল উদ্বোধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “গতকাল এসে মেট্রো উদ্বোধন করেছেন, এর সব আমার করা। বন্ধ হয়ে যাচ্ছিল, আমি ২ লক্ষ কোটি টাকা দিয়েছি। দেখবেন ভোটের পর আর এদের পাবেন না। ইভিএম মেশিনে চিপ লাগাচ্ছে। ভালো করে নজর রাখবেন। গদ্দারদের দিকে নজর রাখবেন। আজ আমি এই অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য সুদীপদা, নয়নাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসা সন্দেশখালির মহিলাদের। আজ সব বলছি না। সব বলেদিলে গর্জনের দিন কি হবে? গর্জনের দিন শংখ, আজান সব হবে।”
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে বলে ওঠপন, “তৃণমূল মানে চোর? তেমরা সব সাধু? সূর্য উঠলে দিন যেমন হয়, রাতও হয়, অপেক্ষা কর বন্ধু অপেক্ষা কর।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved