HomePoliticsভারতের হারের পরেই প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে মহুয়া বদলে দিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের...

ভারতের হারের পরেই প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে মহুয়া বদলে দিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম

- Advertisement -

মহানগর ডেস্ক: এ যেনো গোটা ভারতবাসীর কাছেই স্বপ্নভঙ্গ। বিশ্বজয়ের একেবারে কাছে এসে আরও একবার হার মানলো টিম ইন্ডিয়া। আর ভারত হেরে যেতেই মহুয়া মৈত্র(mahua moitra) রাজনৈতিক খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি রাজনীতির খোলা মাঠে ভারতের হারের ইস্যুকে টেনে তুললেন।

রবিবার অর্থাৎ গতকাল ভারত ও অস্ট্রেলিয়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১৩২ লক্ষ দর্শকের সামনে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়।সেই ম্যাচ প্রধানমন্ত্রীও গিয়েছিলেন দেখতে। কিন্তু মোদির আশা পূরণ হয়নি ভারতের বিশ্বজয় দেখার। আর ঠিক এর পরই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া নিজের X হ্যান্ডেলে তাঁকে খোঁচা দেন। তিনি নিজের X হ্যান্ডেলে লেখেন, “আহমেদাবাদের স্টেডিয়ামের নাম বদলে ফেলা হল। ভারত বিশ্বকাপ ফাইনাল হারল জওহরলাল নেহরু স্টেডিয়ামে।”

আসলে মহুয়ার(mahua moitra) কথা অনুযায়ী, দেশের যে কোনও সাফল্যের কৃতিত্ব নিজের নামে করে নেয় গেরুয়া শিবির।কিন্তু কোনো কাজে ব্যর্থ হলেই তখন সেই দোষটা কংগ্রেসের কোর্টে ঠেলে দেয়।কংগ্রেসের তরফে এমন অভিযোগ বারবার জমা পড়েছে। এদিন সেই বিষয়টি নিয়েই মহুয়া কটাক্ষ করেন।

উল্লেখ্য,টিম ইন্ডিয়ার বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই স্বপ্নের দৌড় শুরু হয়েছিল।রোহিত শর্মারা প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন।ভারত গ্রপের সবকটি ম্যাচ জিতে জোগাড় করেছিল শেষ চারের ছাড়পত্র। ভারত ফাইনালে পৌঁছোয় নিউজিল্যান্ডকে সেমিফাইনালের মাটি ধরিয়ে।কিন্তু শেষ রক্ষা হলো না কাল। ২৪০ রানের পুঁজি অবলম্বন করেও জিততে পারেনি ভারত অস্ট্রেলিয়ার কাছে। আর এটাই গতকাল রাত থেকে সারা ভারতবাসীর কাছে দীর্ঘশ্বাসের কারণ হয়ে উঠেছে।

Most Popular