Home Politics নজরে ছত্তিশগড়, বিজেপির পরিবর্তন যাত্রার সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নজরে ছত্তিশগড়, বিজেপির পরিবর্তন যাত্রার সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। ভোট ইতিমধ্যেই হয়েছে কতগুলি রাজ্যে বাকি আরও কয়েকটা। সেই রাজ্যগুলির মধ্যেই রয়েছে কংগ্রেস শাসিত ছত্তিশগড়। এই রাজ্য নিজেদের দখলে নিতে মরিয়া বিজেপি। ঠিক এই কারণেই রণনীতি সাজাচ্ছে গেরুয়া শিবির। ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ  শনিবার নির্বাচন হতে চলা ছত্তিশগড়ের বিলাসপুর শহরে  বিজেপির দুটি ‘পরিবর্তন যাত্রা’র সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এমনটাই জানিয়েছেন দলের এক নেতা ।

গত তিন মাসে কংগ্রেস শাসিত রাজ্যে এটি প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় সফর। এই বছরের শেষে কংগ্রেস শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। শুক্রবার রাজ্য বিজেপির প্রধান অরুণ সাও সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী দুপুর ২ টো নাগাদ এখানে সায়েন্স কলেজ মাঠে দুটি পরিবর্তন যাত্রার সমাপনী অনুষ্ঠানে ‘পরিবর্তন মহাসংকল্প’ সমাবেশে ভাষণ দেবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম পরিবর্তন যাত্রা ১২ সেপ্টেম্বর দান্তেওয়াড়া (দক্ষিণ ছত্তিশগড়) থেকে বের করা হয়েছিল, দ্বিতীয়টি ১৫ সেপ্টেম্বর যশপুর (উত্তর ছত্তিশগড়) থেকে বের করা হয়েছিল। এই দুই যাত্রার সমাপণী অনুষ্ঠানেই যোগ দেবেন প্রধানমন্ত্রী । সেই সঙ্গে দেবেন নির্বাচনী ভাষণ।

দুটি যাত্রাই ৮৭টি বিধানসভা কেন্দ্র (মোট ৯০টির মধ্যে) জুড়ে  ৩,০০০কিলোমিটারেরও বেশি দূরত্ব নিয়ে চলেছে। তবে বিজাপুর, সুকমা এবং আন্তাগড় নির্বাচনী এলাকা (সমস্ত মাওবাদী-প্রভাবিত) যাত্রাপথে অন্তর্ভুক্ত করা হয়নি, তবে এই নির্বাচনী এলাকার লোকেরা যখন সংলগ্ন নির্বাচনী এলাকাগুলির মধ্য দিয়ে যায় তখন যাত্রায়  অংশ নিয়েছিল।  বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, “বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতও দলীয় নেতা-কর্মীদের মনোবল কমাতে পারেনি এবং তারা উত্সাহের সাথে দুটি যাত্রায় অংশ নিয়েছিল যা মানুষের ব্যাপক সাড়াও দেখেছিল।” রাজ্য কংগ্রেসের থেকে ছিনিয়ে নেবে বলেও আশা প্রাকাশ করেছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved