HomeBengal"আপনার এত বড় বড় আদর্শের কথা..," এবার শতাব্দীর নিশানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়

“আপনার এত বড় বড় আদর্শের কথা..,” এবার শতাব্দীর নিশানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়

- Advertisement -

মহানগর ডেস্কঃ নির্দিষ্ট সময়ের আগেই নিজের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। আর তারপরেই একেবারে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। বিজেপি-তে যোগ দেওয়ার আগে থেকেই তাঁকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে ছিল। এরপর বিজেপিতে যোগ দেওয়ায় এখন একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার বিজেপি নেতা গঙ্গোপাধ্যায়কে  নিশানা করে আসরে নেমেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এক সাংগঠনিক সভা থেকে শতাব্দী রায় বলেন, “আপনার এত বড় বড় আদর্শের কথা, তারপর এই? আপনার উপর যে দু’ চারজন মানুষের ভরসা ছিল, সেটা আপনি যে জায়গায় ছিলেন, সেদিক থেকে নিজের সম্মান নষ্ট করে বিচার ব্যবস্থাকে অসম্মান করলেন। এর দায় আপনাকে নিতে হবে।”  গতকাল সদাইপুর থানা এলাকার পানুরিয়া গ্রামে তৃণমূলের এক সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, সাংসদ শতাব্দী রায়-সহ অন্যান্য নেতৃত্বরা। সেখানেই সভা শেষে করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সাংসদ শতাব্দী।এদিনই,  নাম না করেই তীব্র নিশানা করতে দেখা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও। ধর্মতলার এক প্রশাসনিক মঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক হাত নেয় মুখ্যমন্ত্রী।

তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, “আমি খুশি এদের মুখোশ খুলে পড়েছে। আমরা প্রথম থেকে বলছিলাম…। বড় নেতা হয়ে গিয়েছিলেন। আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনার রায় জনগণ দেবেন। তৈরি থাকুন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টির কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? আমি বিচারপতি নিয়ে বলতে পারি না, আমি বিচার নিয়ে বলতে পারি।”

Most Popular