Home Entertainment টিকিট না পেয়ে সুব্রত বক্সীর কাছে ইস্তফা পাঠালেন সায়ন্তিকা, করলেন বিশেষ পোস্ট

টিকিট না পেয়ে সুব্রত বক্সীর কাছে ইস্তফা পাঠালেন সায়ন্তিকা, করলেন বিশেষ পোস্ট

by Mahanagar Desk
466 views
মহানগর ডেস্ক : লোকসভা ভোটের দলীয় প্রার্থিতালিকায় কেন তাঁর নাম নেই? তাই  তৃণমূলের দলীয় পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন অভিনেত্রী-নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সূত্রের খবর তিনি  রবিবার দলকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
রবিবার ব্রিগেডের ‘জনগর্জন সভা’র মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে যাঁদের নাাম প্রার্থী তালিকায় আসেনি তাঁরা দলের ভেতরে “গর্জন” শুরু করেছেন। তালিকায় অনেক নতুন নাম থাকলেও এবার টিকিট পাননি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূল সূত্রে খবর, রবিবারেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে সায়ন্তিকা তাঁর ইস্তফাপত্রও পাঠিয়েছেন। এদিন ইনস্টাতে একটি পোস্টই করেছেন অভিনেত্রী। যেখানে লিখেছেন, “ভালোবাসা ও যুদ্ধে সমস্তকিছু বৈধ কিন্তু ভালোবাসা ও যুদ্ধ কখনই বৈধ নয়”
সায়ন্তিকা এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী হওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন। রবিবার ব্রিগেডের মঞ্চে যখন প্রবেশ করেন, তখন তাঁকে বেশ চনমনেই দেখাচ্ছিল। তবে অভিষেক প্রার্থিতালিকা ঘোষণা করতেই দেখা যায়, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে। এর পরেই হতাশায় মুখ কালো হয়ে যায় সায়ন্তিকার। প্রার্থীদের নাম ঘোষণা করার পর র‌্যাম্পওয়াক সেরে জাতীয় সঙ্গীত গেয়ে এ দিনের সভা শেষ করা হয়। কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার জন্য অপেক্ষাও করেননি সায়ন্তিকা। তার আগেই ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে দেখা যায়। তার পরেই তিনি সুব্রত বক্সীর কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেন।

You may also like