Home Politics SFI রাজ্য কমিটির সদস্যকে বহিস্কার করলো দল

SFI রাজ্য কমিটির সদস্যকে বহিস্কার করলো দল

বেশ কিছুদিন ধরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছিলো বহিঃস্কৃত ওই ছাত্র নেতা যেটা একেবারেই ভালো চোখে দেখেন নি বাম নেতৃত্ব।

by Mahanagar Desk
51 views

মহানগর ডেক্স : শুক্রবার দলবিরোধী কার্যকলাপ ও বিরোধী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে তাদের ই এক কমরেড কে বহিস্কার করলো সিপিআই(এম) এর ছাত্র সংগঠন এস এফ আই। অভিযুক্ত বাম ছাত্র নেতার নাম কৌশিক ঘোষ। তিনি এস এফ আই এর কোচবিহার জেলার সভাপতি ছিলেন তথা সংগঠনের রাজ্য কমিটির ও সদস্য ছিলেন।

সুত্রের খবর, বেশ কিছুদিন ধরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছিলো বহিঃস্কৃত ওই ছাত্র নেতা যেটা একেবারেই ভালো চোখে দেখেন নি বাম নেতৃত্ব। সম্প্রতি কোচবিহার জেলে সম্মেলন থেকে জেলা সভাপতির পদ থেকে অব্যহতি দেওয়া হয় কৌশিক কে। এর পর জেলা সম্মেলনের শেষে তাঁকে আনুষ্ঠানিক ভাবে দল থেকে বহিঃস্কার করে এস এফ আই।

এই সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “কৌশিক ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়মের ও একাধিক দুর্নীতির অভিযোগ ছিলো” তাই দলের সিদ্ধান্ত মতো ই এই বহিঃস্কার। তিনি আরো বলেন “এই ধরণের পচা আলু তৃণমূলের এলিমেন্ট, এস এফ আই এই ধরণের মানুষকে সংগঠনে রাখে না” যদিও বহিঃস্কার নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কৌশিক ঘোষ। সুত্রের খবর দু-এক দিনের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved