Home Politics সংসদের বিশেষ অধিবেশন হঠাৎ ডাকা হচ্ছে কেন, প্রশ্ন তুলে PM Modi-কে চিঠি সনিয়ার 

সংসদের বিশেষ অধিবেশন হঠাৎ ডাকা হচ্ছে কেন, প্রশ্ন তুলে PM Modi-কে চিঠি সনিয়ার 

by Mahanagar Desk
2 views

নয়াদিল্লি: ১৮-২২ সেপ্টেম্বর নির্ধারিত বিশেষ সংসদ অধিবেশনের এজেন্ডা চেয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  চিঠি লিখেছেন। সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি কী হবে? তা জানতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি  লিখেছেন কংগ্রেস নেত্রী। মঙ্গলবার   বৈঠকের পর, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সনিয়া গান্ধী সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের ‘এজেন্ডা’ প্রসঙ্গে জানতে চেয়েছেন।

সংসদে এই বিশেষ অধিবেশন শুরু হবে  ১৮ সেপ্টেম্বর থেকে। চলবে পাঁচ দিন। তিনি নয়টি বিষয় তালিকাভুক্ত করেন এবং আগামী অধিবেশনে সেগুলি নিয়ে আলোচনার জন্য সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।  বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সদস্য ২৬টি দলের প্রতিনিধিদের বৈঠক হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নয়াদিল্লির বাসভবনে মঙ্গলবার।এদিনের বৈঠকেই সিদ্ধান্ত হয়, সংসদের বিশেষ অধিবেশনের যৌক্তিকতা জানতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন সনিয়া। চিঠিতে প্রাক্তন কংগ্রেস প্রধান লিখেছেন, “আপনি ১৮ সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হওয়া সংসদের একটি বিশেষ পাঁচ দিনের অধিবেশন আহ্বান করেছেন। আমি অবশ্যই উল্লেখ করব যে এই বিশেষ অধিবেশনটি অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে কোনও পরামর্শ ছাড়াই আহ্বান করা হয়েছে। আমাদের কারোরই এর এজেন্ডা সম্পর্কে কোনও ধারণা নেই।”

সংসদের বিশেষ অধিবেশন ১৮-২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন মঙ্গলবার খাড়গের বাসভবন বৈঠকের পরে এনিয়ে প্রশ্ন তুলে বলেন ‘এই সেশনের অ্যাজেন্ডা কোথায়? কেন তা গোপন রাখা হচ্ছে? এটা গণতান্ত্রিক রীতি নয়৷ আমাদের আশঙ্কা, বিজেপি এই অধিবেশন নষ্ট করার সবরকম চেষ্টা করবে৷”

You may also like