Home Kolkata সৃজনকে গো ব্যাক, ব্যাপক বিক্ষোভ, তুলকালাম

সৃজনকে গো ব্যাক, ব্যাপক বিক্ষোভ, তুলকালাম

সৃজনের কথায়, সিপিএমের ২ জন এজেন্ট কে বসতে দেওয়া হয়নি।

by Pallabi Sanyal
25 views
মহানগর ডেস্ক : শেষ দফাতেও বহাল রইল অশান্তি। বিরোধীদের এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তারপর ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে বারুইপুরে। তুলকালাম কান্ড বাধে।
সৃজনের অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল। পুলিশকে জমায়েত হটানোর কথা বলেন তিনি। এরপরই ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এমনকি মারতে পর্যন্ত যান। কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে পুলিশি তৎপরতায় বেরিয়ে আসেন সৃজন। উত্তেজনা ছড়ায় হিমছি বিদ্যালয়ের ১৫৩, ১৫৪, ১৫৫, ১৫৬ নম্বর বুথের বাইরে। বাম প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সৃজনের কথায়, সিপিএমের ২ জন এজেন্ট কে বসতে দেওয়া হয়নি। সেই খবর পেয়েই উনি এসেছিলেন। একজনকে কোনওক্রমে বসানো গিয়েছে। বুথের বাইরে অবৈধ জমায়েত নিয়েও ক্ষোভে ফেটে পড়েন তিনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved