HomePoliticsপিসির সঙ্গে ভাইপো কৌশল করে... 'তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব' নিয়ে বিষ্ফোরক শুভেন্দু 

পিসির সঙ্গে ভাইপো কৌশল করে… ‘তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব’ নিয়ে বিষ্ফোরক শুভেন্দু 

- Advertisement -

মহানগর ডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝেই বিস্ফোরক দাবি করলেন। তাঁর কথা অনুযায়ী, এসব করা হচ্ছে দুর্নীতি ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যেই।  ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ৮টি সম্পত্তি যার মূল্য ৭.৫ কোটি টাকা, সেই সংক্রান্ত অ্যাটাচমেন্ট নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে পড়তে পারেন সেই মামলায়, তাঁর দাবি সেখান থেকে নজর ঘোরাতেই এই দলীয় কোন্দলের বিষয়টি সামনে আনা হয়েছে।

পাশাপাশি,শুভেন্দু বিস্ফোরক অভিযোগ করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন রাজীব কুমারের সঙ্গে। তিনি আরও বলেন, ‘পরশু দিনও পিসি-ভাইপো মিটিং হয়েছে। পিসির সঙ্গে ভাইপোর নিয়মিত যোগাযোগ আছে। এঁরা কৌশল করে দুজন যা করার করছে। দুর্নীতি ইস্যু থেকে নজর সরানোর জন্য এই সব নাটক হচ্ছে।’ শুভেন্দু অধিকারী দাবি করেন, এগুলি সবই ‘গটআপ‌’।

রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বুধবার নন্দীগ্রামে ধর্মীয় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি বলেন, ‘যে বলেছিলো আমার চুরি প্রমাণিত হলে ফাঁসিতে উঠব আমি। তার ৭কোটি ৫৬ লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট হল। লিপস এন্ড বাউন্সের যে যে পাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর কে? অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরিবারের লিপস এন্ড বাউন্স তার ৭ কোটি ৫৬ লাখ টাকা মানি লন্ডারিংয়ে বিষয় সত্যতা এসেছে সামনে।’

Most Popular