Home Politics এবার ইডি নোটিস দিল কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে !

এবার ইডি নোটিস দিল কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে !

by Mahanagar Desk
72 views

মহানগর ডেস্ক: যত এগিয়ে আসছে লোকসভা ভোট ততই যেন ইডির সক্রিয়তা বাড়ছে। বিহারের তেজস্বী যাদব,ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পর এবার কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার র‍্যাডারে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।ইডি জেকেসিএ আর্থিক দুর্নীতি মামলায় তলব করল কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

শ্রীনগরের ইডি অফিসে বৃহস্পতিবারই ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য দিতে বলা হয়েছে হাজিরা। যদিও এখনও স্পষ্ট নয়,যে শ্রীনগরের সাংসদ আজ হাজিরা দেবেন কিনা। উল্লেখ্য, ওই একই মামলায় তদন্ত করছে আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তারা ইতিমধ্যেই মামলায় একটি চার্জশিট পেশ করেছে। মামলায় একটি চার্জশিট পেশ করেছে ইডিও।

ফারুক আবদুল্লার বিরুদ্ধে জেকেসিএ আর্থিক দুর্নীতি মামলায় ২০১৮ সালে চার্জশিট পেশ করা হয় প্রথম দফায়। ওই মামলায় ফারুক ছাড়াও আরও তিন জনের বিরুদ্ধে ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে ক্রিকেট সংস্থার ৪৩.৬৯ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে। ইডির তরফে দাবি, ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে ফারুক ৪৫ কোটি টাকারও বেশি সরিয়ে ফেলেন জেকেসিএ থেকে।

You may also like