Home Politics ৫০ হাজারেরও বেশি সমর্থক নিয়ে এবার দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল, মিলল তেমনই ইঙ্গিত

৫০ হাজারেরও বেশি সমর্থক নিয়ে এবার দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল, মিলল তেমনই ইঙ্গিত

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: দিল্লির রামলীলা ময়দানে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রায় ৫০ হাজার কর্মী-সমর্থকের রাত্রিবাসের বন্দোবস্ত করতে চায় তৃণমূল। তৃণমূল শিবির সেই মতো রামলীলা ময়দানে প্যান্ডেল ও তাঁবু খাটাতে চাইছে। গান্ধী জয়ন্তী সামনেই টাই আর বেশি সময় নেই হাতে। বাকি মাত্র দুসপ্তাহ। ডেরেক ও ব্রায়েনরা এত কর্মী-সমর্থকদের  থাকার ব্যবস্থা করতে,জোরকদমে মাঠে নেমে পড়েছেন।

ট্রেন ভর্তি করে দিল্লিতে লোক নিয়ে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন। তিনি একুশে জুলাই মঞ্চ থেকেই সেই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন।তবে কি তৃণমূল এবার সত্যি সত্যিই ট্রেন ভর্তি করে লোক নিয়ে দিল্লি যাচ্ছে? শাসকদল  প্রস্তুতি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন পুলিশকে ফের চিঠি পাঠিয়েছেন। সাংসদ ৫০ হাজার কর্মী ও সমর্থকদের থাকার বন্দোবস্ত করতে চেয়ে দিল্লির দায়রাগঞ্জ থানার ডিপিসিকে চিঠি লিখেছেন । সূত্রের খবর ,তৃণমূল সাংসদ রামলীলা ময়দানে তাঁবু খাটানোর অনুমতি চেয়ে দিল্লি পুলিশের কাছে ফের চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য,আগামী ২ অক্টোবর তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লির বুকে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে চাইছে।

ধর্না কর্মসূচির টার্গেট নেওয়া হয়েছে দিল্লির একাধিক জায়গায়। যদিও,তৃণমূল নেতৃত্ব এতজন কর্মী-সমর্থকের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা করার ক্ষেত্রে পুলিশের থেকে কোনও সবুজ সংকেত এখনও পাননি। তবে, গান্ধী জয়ন্তীতে দিল্লির বুকে প্রতিবাদ কর্মসূচি যেকোনো মতে হবেই সেকথা ইতিমধ্যেই তৃণমূল শিবির থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved