Home Bengal ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে, কালই বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন, আজ যাচ্ছেন দিল্লি

ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে, কালই বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন, আজ যাচ্ছেন দিল্লি

সকালেই অর্জুন জানান, "আজই দুপুর দেড়টায় জানাব কলকাতা না দিল্লি থেকে বিজেপিতে যোগ দেব।"

by Mahanagar Desk
29 views

মহানগর ডেস্ক : “আজই দিল্লি যাচ্ছি। কাল বিজেপিতে যোগ দেব”, বৃহস্পতিবার জানিয়ে দিলেন অর্জুন সিং। তৃণমূল তাঁকে পিছন থেকে ছুড়ি মেরেছে, ব্যারাকপুরে তাঁকে প্রার্থী করা হয়নি। তাই তিনি তৃণমূলে যোগ দিলেন।

এদিন সকালেই অর্জুন জানান, “আজই দুপুর দেড়টায় জানাব কলকাতা না দিল্লি থেকে বিজেপিতে যোগ দেব।” এরপর দুপুরেই অর্জুন সিং জানিয়ে দিলেন, “আজই দিল্লি যাচ্ছি। আগামীকাল বিজেপিতে যোগ দেব। ব্যারাকপুরের মানুষকে আরও পাঁচ বছর সেবা করার সুযোগ পাবো।” তাপস রায় তৃণমূল ছাড়ার পর অর্জুন সিংয়ের তৃণমূল ছাড়া নিঃসন্দেহে দলের কাছে ভোটের মুখে একটা বড় ধাক্কা। আজই রাত সাড়ে আটটার ফ্লইটে অর্জুন দিল্লি যাচ্ছেন। অর্জুন জানান, “ব্যারাকপুরের মানুষ আমার সঙ্গে আছে। দল ঠিক করবে আমি প্রার্থী হব কি না। তবে আগামী ৫ বছর ব্যারাকপুরের মানুষের সেবা করার সুযোগ পাব। কাল বিজেপিতে যোগ দিয়ে কাল বা পরশু কলকাতায় ফিরব।”

২০১৯ সালে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যান এবং ব্যারাকপুরের সাংসদ হন। তারপর আবার দেড় বছর আগে অর্জুন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী হতে না পেরে ফের তিনি বিজেপিতে যোগ দিলেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, “অর্জুন এখনও বিজেপির এমপি। ও কিন্তু বিজেপির এমপি পদ ছাড়েননি। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক, ভালো ছেলে।” মমতার এই বক্তব্যে অর্জুন বলেন, “আমি বিজেপির এমপি তাও মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমায় ব্রিগেডে ডেকেছিলেন কেন?” এদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “আমরা সবার সঙ্গে মিলেমিশে চলি। অর্জুন কোন পরিস্থিতিতে বিজেপি ছাড়তে বাধ্য হয় তা সবাই জানে। অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পর তাঁর উপর ১০৭টি মামলা করে তৃণমূল। অর্জুনকে রক্তাক্ত করে।”

তবে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করা মাত্র ব্যারাকপুরের তৃণমূল নেতা সোমনাথ শ্যাম অর্জুনের বিরুদ্ধে ফের ভিকি যাদব খুনের বিষয়ে ফাইল খোলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তবে অর্জুন এই হুঁশিয়ারিতে যে চিন্তিত নয় তা জানিয়ে বলেঋেন, “আমি বিজেপিতে আসছি, সদধারণ মানুষ খুশি।” এদিকে অর্জুনের এই দল ছাড়া প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “অনেকেই প্রার্থী হতে না পেরে মমতার হয়ে লড়াই করতে দলেই আছেন। সেখানে অর্জুন সিং যদি অন্য কারও হয়ে দাঁড়ান কি করার আছে। পার্থ ব্যারাকপুরের শ্রেষ্ঠ প্রার্থী।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved