Home Politics প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, জবাব চাইল BJP

প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, জবাব চাইল BJP

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: বিএসপির মুসলিম সাংসদকে সংসদে দাঁড়িয়ে অসংসদীয় ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ বিধুরি। সেই ঘটনা নিয়ে তরজা শেষ হতে না হতেই এবার অভিযোগ উঠল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন হরিয়ানার কংগ্রেস প্রধান উদয় ভান। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, সরাসরি প্রধানমন্ত্রী মোদী এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের নাম না নিয়েও অকথ্য ভাষা প্রয়োগ করছেন কংগ্রেস নেতা।

এই ভিডিয়ো ভাইরাল হতেই এবার পালটা তোপ দেগেছে বিজেপি। হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা বিপ্লব কুমার দেব কংগ্রেস নেতাকে ‘বিকৃত মস্তিষ্ক’ বলে আক্রমণ শানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে লক্ষ্য করে করা মন্তব্যের প্রবল নিন্দা জানিয়েছেন বিপ্লব কুমার দেব।হরিয়ানা কংগ্রেস সভাপতি উদয় ভানের এই বক্তব্যের জেরে ক্ষুব্ধ হয়েছেন হরিয়ানা ভারতীয় জনতা পার্টি রাজ্যের ইনচার্জ। তীব্র নিন্দা করে, বিপ্লব কুমার দেব এই বিষয়ে কংগ্রেসের সিনিয়র নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি হরিয়ানা বিজেপি রাজ্য দলের প্রধান দিল্লিতে এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে এদিন বলেন,”আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীর জন্য তিনি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, এখনও পর্যন্ত সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে কেউই এই বিষয়ে একটি শব্দও বলেননি।”বিপ্লব দেব আরও বলেছিলেন যে,”প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অবমাননাকর বক্তব্যের জন্য দেশের কাছে ব্যাখ্যা দরকার এবং এটি জাতির জন্য খুব লজ্জাজনক।আমি এর তীব্র নিন্দা জানাই,এমনকি বিরোধী দলের নেতারাও এই বিষয়ে এখনও কিছু বলেননি।”

শুধু তাই নয়,হরিয়ানা বিজেপি প্রধান বলেছেন, এই বক্তব্যের মাধ্যমে কংগ্রেসের আসল চেহারা সামনে এসেছে এবং দেশের মানুষ তাদের পথ দেখাবে।বিপ্লব দেবের কথা অনুযায়ী,যখন সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করা হয়েছিল তখন রাজ্য কংগ্রেস সভাপতি এমন কিছু কুরুচিকর শব্দ ব্যবহার করেছিলেন যা কংগ্রেসের নিম্ন মানসিকতার পরিচয় দেয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved