Home Featured Pope Francis Admits : যাজক,সন্ন্যাসিনীরা পর্নোগ্রাফিতে আসক্ত, বিস্ফোরক স্বীকারোক্তি পোপ ফ্রান্সিসের!

Pope Francis Admits : যাজক,সন্ন্যাসিনীরা পর্নোগ্রাফিতে আসক্ত, বিস্ফোরক স্বীকারোক্তি পোপ ফ্রান্সিসের!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বিস্ফোরক পোপ ফ্রান্সিস! তাঁর স্বীকারোক্তি যাজক এবং সন্ন্যাসিনীরা পর্নোগ্রাফিতে আসক্ত (Pope Francis Admits) ।তবে সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি এসব দেখার জন্য শয়তান ঢুকে আত্মাকে দুর্বল করে তুলছে। একাধিক শিক্ষার্থী যাজকদের সঙ্গে বৈঠকে এই স্বীকারোক্তি শোনা গেল পোপের মুখে। তাঁদের পরামর্শ দিলেন তাঁরা যেন তাঁদের মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ভিডিও,ছবি (video of Pornography) মুছে দেন। তিনি বলেন যাজক ও সন্ন্যাসিনীদের মধ্যে ওয়েবের পর্নোগ্রাফির প্রতি আসক্তি দেখা যাচ্ছে। তবে একইসঙ্গে বলেন প্রযুক্তিকে উন্নতির জন্য ব্যবহার করা হয়। পোপ বলেন, বহু মানুষের মধ্যে পর্নোগ্রাফির বিষ ঢুকে আছে। এ কারণে বহু মানুষ এবং যাজক, সন্ন্যাসিনীদের মধ্যে এই বিষয়ে আসক্তি দেখা যাচ্ছে।

তিনি শুধু শিশুদের নিয়ে অপরাধমূলক পর্নোগ্রাফি নিয়ে বলছেন না। এ ধরণের অধঃপতন আগেই হয়েছে। তিনি সাধারণ পর্নোগ্রাফি নিয়ে কথা বলতে চান। যাজকরা এ ব্যাপারে যেন সতর্ক থাকেন। পোপ বারবার জোর দেন যে পবিত্র হৃদয় প্রভু যিশুর করুণা পায়, সেই হৃদয় পর্নোগ্রাফি গ্রহণ করতে পারে না। আজকের দিনে যদি সবাই পারেন,তাহলে মোবাইল ফোন থেকে ওইসব জিনিস পারলে বাদ দিয়ে দিন। তবে পর্নোগ্রাফি নিয়ে বিশদ কিছু বলে থাকেন, তাহলে তাঁকে যেন সবাই ক্ষমা করেন। তবে একটা বাস্তব জিনিস রয়েছে। সেটা হল ওই বাস্তবতা যাজকদের, সন্ন্যাসী, পবিত্র আত্মাকেও স্পর্শ করে থাকে।

পাশাপাশি শিক্ষার্থী যাজকদের পোপ জানান একজন তাঁকে জিজ্ঞেস করেছিলেন কীভাবে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা উচিত। জবাবে তিনি জানিয়েছিলেন তিনি এসব দেখেন না। তিনি যখন তিরিশ বছর আগে বিশপ হিসেবে দীক্ষিত হয়েছিলেন, তখন তাঁকে একটি মোবাইল ফোন উপহার দেওয়া হয়েছিল। ওটা একটা জুতোর মতো। তিনি জানিয়েছিলেন এসব তাঁর পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। শেষে বলেছিলেন তিনি একটা কল করবেন। করেওছিলেন। ফোন করেছিলেন বোনকে। তারপরই সেটা ফেরত দিয়ে দিয়েছিলেন।

You may also like