মহানগর ডেস্ক: কমিউনিস্ট শাসক জিন পিং সরকারের শূন্য কোভিড ( Zero Covid Policy) নিয়ে কঠোর নীতির কারণে লকডাউনের (Lockdown) সাঁড়াশি চাপে তিতিবিরক্ত,হতাশ চিনের লক্ষ লক্ষ মানুষ। তাই এই কঠোর নীতির প্রতিবাদে তাঁরা নেমে পড়েছেন প্রতিবাদ জানাতে। আর প্রতিবাদ জানাতে তাঁরা বেছে নিয়েছেন ভারতের বিখ্যাত সুরকার প্রয়াত বাপ্পি লাহিড়ির জিম্মি জিম্মি গান (Popular Song Of Bappi Lahiri)। যে গান ডিস্কো ড্যান্সার সিনেমার। ১৯৮২ সালে ভারতের হলগুলিতে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী অভিনীত সুপার ডুপার হিট সিনেমাটি। চিনের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ডউলিন, সেদেশে টিকটক ওই নামে পরিচিত, সেই নেটওয়ার্কে গানটি আপলোড করা হয়। গানটির সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি, গান গেয়েছিলেন পার্বতী খান। গানের অনুবাদ করা হয়েছে-চাল দিন, চাল দিন এই বলে। চিনের মানু মান্দারিনে গানটির ভিডিওয় দেখা গিয়েছে খালি পাত্র নিয়ে চিনের মানুষ তারা কীভাবে লকডাউনে দৈনন্দিন অপরিহার্য খাবার থেকে বঞ্চিত হচ্ছেন, তা ওই গান গেয়ে বোঝানোর চেষ্টা করছেন।
যদিও তা ব্যঙ্গার্থেই করা হচ্ছে। ভিডিওটি কোনওভাবে চিনের প্রচণ্ড কড়াকড়ির সেন্সরের রক্তচোখ এড়াতে সক্ষম হয়েছে। তবে তা কমিউনিস্ট শাসনের সমালোচনা করা কোনও খবর,ভিডিও দ্রুতই মুছে ফেলা হয়। কারণ শাসকের রক্তচক্ষু। প্রসঙ্গত, ভারতীয় সিনেমা বরাবরই চিনে বিপুল জনপ্রিয়তা পেয়ে আসছে। ১৯৫০ সালে রাজকুমার থেকে যার শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা এখনও সেদেশে চলে আসছে। সাম্প্রতিককালে থ্রি ইডিয়টস, সিক্রেট সুপারস্টার,হিন্দি মিডিয়াম, দঙ্গল, অন্ধানুন চিনের বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, শূন্য কোভিড নীতির কারণে সাধারণ মানুষের দুর্দশা চটজলদি তুলে ধরতে চিনের মানুষ জিমি জিমি গানকেই বেছে নিয়েছেন। কঠোর কোভিড শূন্য নীতির কারণে চিন বাইরের বিশ্বের সঙ্গে আক্ষরিক অর্থেই বিচ্ছিন্ন। প্রসঙ্গত, কোভিড শূন্যনীতির কারণে পঁচিশ মিলিয়ন জনসংখ্যার সাংহাই-সহ কয়েকডজন শহরে লকডাউন ঘোষণা করেছে চিন সরকার। লকডাউনের ফলে সেখানকার মানুষেরা এখনও ঘরবন্দি। অসংখ্য ভিডিওয় দেখা গিয়েছে লকডাউনের প্রতিবাদকারী চিনা নাগরিকদের ধড়পাকড় করছে সেদেশের নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিকতম সময়ে কোভিডের কারণে এবং অনিরাপদ কাজের প্রতিবাদে অ্যাপল সংস্থা ছেড়ে পালিয়েছেন বহু চিনাকর্মী। রবিবারই চিনে কোভিড আক্রান্তের সংখ্যা ২,৬৭৫য়ে দাঁড়িয়েছে। শনিবার সেই সংখ্যাটা ছিল আটশো দুই।