Home Featured Posco Act : মুসলিম আইনে নাবালিকাদের বিয়ে পস্কো আইনের আওতায় পড়বে, জানাল কেরল হাইকোর্ট

Posco Act : মুসলিম আইনে নাবালিকাদের বিয়ে পস্কো আইনের আওতায় পড়বে, জানাল কেরল হাইকোর্ট

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: মুসলিম পার্সোনাল আইনে (Muslim Personal Law) নাবালিকাদের বিয়ে পস্কো আইনের (Posco Act) আওতার বাইরে নয়। যদি পাত্র বা পাত্রী নাবালক হয়, তাহলে সেই বিয়ের ক্ষেত্রে পস্কো আইন প্রযোজ্য হবে। এই ধরণের বিয়েকে যৌন হেনস্থা হিসেবে গণ্য করা হবে। এমনই জানাল কেরল হাইকোর্ট। বিচারপতি বেচু কুরিয়ান থমাসের পর্যবেক্ষণ, পস্কো আইন একটি বিশেষ বিধিবদ্ধ আইন, যা শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষিত করতেই তৈরি করা হয়েছে। শিশু বা নাবালিকাদের ওপর যে কোনও ধরণের যৌন নির্যাতন এই আইনের আওতা থেকে মুক্ত নয়। বিচারপতি আরও জানান, পস্কো আইন একটি বিশেষ আইন।

সামাজিক চিন্তাভাবনা, অগ্রগতি,বিকাশের ফসল এই আইন। শিশু নিগ্রহ রোধ করা নিয়ে আইনি ভাবনা থেকে তৈরি হওয়া নীতির ওপর ভিত্তি করে এই আইনটি তৈরি হয়েছে। নিরীহ,বিপন্ন নাবালিকাদের সুরক্ষা দেওয়াই এই আইনের লক্ষ্য। যৌনতার শিকার যাতে তারা না হয়, সেদিকে নজর দিতেই এই আইন তৈরি করা হয়েছে। তা বিয়ে-সহ নানা বিষয়ে নাবালিকা বা শিশুদের ফাঁদ থেকে রক্ষা করতে এই আইনের লক্ষ্য। তবে পস্কো আইন নিয়ে সাম্প্রতিক এক সমীক্ষায় অবশ্য জানা গিয়েছে এই আইনে অভিযুক্তরা বেশির ভাগই খালাস পেয়েছে। সাজা সে তুলনায় তেমন কিছুই হয়নি। যদিও মুসলিম আইনে নাবালিকাদের বিয়ের নামে যৌন হেনস্থা ঠেকাতে এই আইন কার্যকরী বলে মনে করা হচ্ছে।

You may also like